কোলের শিশু নিয়ে নৈশভ্রমণে রেলের বিশেষ উদ্যোগ,পরীক্ষামূলক ভাবে চালু ‘বেবি বার্থ’!

কোলের শিশু নিয়ে নৈশভ্রমণে রেলের বিশেষ উদ্যোগ,পরীক্ষামূলক ভাবে চালু ‘বেবি বার্থ’!

নয়াদিল্লি: মাতৃদিবস উপলক্ষে মা এবং তাঁর সন্তানদের জন্য রেলের তরফে অভিনব উদ্যোগ৷ রেলে সফররত মায়ের বার্থের সঙ্গে যুক্ত করা হল ছোট একটি বার্থ৷ যার নাম দেওয়া হয়েছে ‘বেবি বার্থ’৷ ট্রেনে কোলের বাচ্চা নিয়ে মায়েদের সফর যাতে আরও আরামদায়ক ও নিরাপদ হয় তার জন্যই এই উদ্যোগ৷ বিশেষ করে রাতে ছোট শিশুদের নিয়ে মায়েরা যাতে নিরাপদে ঘুমাতে পারে, সেই জন্যই এই বিশেষ ব্যবস্থা বলে রেলের তরফে জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- আগামী দু’মাসের মধ্যে ফের বড় বিদ্যুৎ সঙ্কটের আশঙ্কা!

উত্তর রেলের লখনউ এবং দিল্লি ডিভিশন যৌথ ভাবে দূরপাল্লার ট্রেনে ‘বেবি বার্থ’ চালু করার উদ্যোগ নিয়েছে। ৮ মে থেকে এই নয়া পরিষেবা চালু করা হয়েছে। ১২২৩০ লখনউ মেলের কোচ নম্বর ১৯৪১২৯/বি৪-এ ১২-৬০ নম্বর বার্থে মা এবং তাঁর সন্তানের জন্য এই পরিষেবা উপলব্ধ হবে।  এই নয়া পরিষেবা নিয়ে একটি টুইটও করেছে উত্তর রেল। তাদের সরকারি টুইটার হ্যান্ডলে বেবি বার্থের ছবিও শেয়ার করা হয়েছে৷ সেই ছবিতে দেখা গিয়েছে, মূল বার্থের সঙ্গে খুদেদের জন্য একটি বার্থ জুড়ে দেওয়া হয়েছে৷ ছোটরা ঘুমের মধ্যে ট্রেনের ঝাঁকুনিতে যাতে পড়ে না যায়, তার জন্যও বার্থের ধার ঘিরে দেওয়া হয়েছে। ওই বার্থ মায়ের পাশে নির্বিঘ্নে ঘুমোতে পারবে খুদের দল। তবে প্রয়োজন না হলে ‘বেবি বার্থ’ ভাঁজ করেও রাখা যাবে। তবে, লোয়ার বার্থের সঙ্গেই মূলত  বেবি বার্থ জোড়া হয়েছে৷

জানা গিয়েছে, বেবি বার্থের জন্য পৃথক ভাবে কোনও বুকিং-এর প্রয়োজন হচ্ছে না। কোনও যাত্রী ট্রেনে ওঠার পর টিকিট পরীক্ষকের কাছে গিয়ে এই সুবিধার আর্জি জানান, তা হলে তিনিই এই ব্যবস্থা করে দিতে পারবেন। আপাতত এই পরিষেবা সীমাবদ্ধ ট্রেনেই রয়েছে৷ তবে যদি ভাল সাড়া মেলে, তাহলে আগামী দিনে এই ধরনের বার্থ পুরোদস্তুর চালু করা হবে বলেও পরিকল্পনা রয়েছে৷