কলকাতা: বঙ্গ রাজনীতিতে চমকে দিয়ে মঙ্গলবার মুখ্যমমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাইফোঁটা নিতে হাজির হয়েছিলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়৷ সঙ্গে ছিলেন ‘বিপদের বন্ধু’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷ খবর চাউর হতেই শুরু হয়ে যায় রাজনৈতিক চর্চা৷ তবে কী দিদির ‘কানন’ তৃণমূলে যোগ দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা? সে উত্তর অবশ্য তৃণমূলের শীর্ষস্তর থেকে মেলেনি!
কিন্তু এহেন ঘটনায় বঙ্গ বিজেপি যে চরম অস্বস্তিতে পড়েছে, তা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে৷ গেরুয়া শিবিরের কেউ কেউ এই ঘটনাকে একেবারেই রাজনীতির উর্দ্ধে নিয়ে গিয়েছেন৷ কেউ আবার রাজনৈতিক শিষ্টাচারের মাপকাঠিতে বিচার করতে বসেছেন প্রাক্তন মেয়রকে নিয়ে৷ বিজেপি সূত্রে জানা গিয়েছে, শোভন কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন? তার জবাবদিহি চাইতে চলেছে দল৷ এই মর্মে তাঁকে শীঘ্রই একটি চিঠি পাঠানো হবে৷
শোভনের জবাবের পরেই দল পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবনাচিন্তা শুরু হবে৷ এ প্রসঙ্গে এক বিজেপি নেতা জানিয়েছেন, শোভনবাবু ঠিক কী চাইছেন তা তাঁকে জানাতে হবে৷ দু’নৌকায় পা দিয়ে চলা যাবে না৷ বিজেপি একটি অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ দল৷ দলবিরোধী কোনও কাজ এখানে বরদাস্ত হবে না৷