কলকাতা: আসন্ন তিনটি বিধানসভা উপনির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে বৈঠক করল বামফ্রন্ট ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব৷ সিদ্ধান্ত হয়েছে তিনটি উপনির্বাচনের মধ্যে দু’টিতে প্রার্থী দেবে না বামফ্রন্ট৷ নির্বাচনী প্রচারে যৌথভাবে প্রচার চালানো হবে৷ বামেদের প্রচার কর্মসূচিতে কংগ্রেসকে ও কংগ্রেসের বৈঠকে বামেদের আমন্ত্রণ জানানো হবে বলে নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷
জানা গিয়েছে, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদরে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে৷ কংগ্রেস কেবলমাত্র করিমপুরে প্রতিদ্বন্দ্বিতা করবে সিপিএম৷ সম্প্রতি কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ তারপর থেকেই ভোটের ভবিষ্যৎ নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়৷ পূর্ব পরিকল্পনামাফিক মঙ্গলবার কংগ্রেসের সঙ্গে জোট চূড়ান্ত করতে বৈঠক করা হয়৷ বামফ্রন্টের এক নেতা জানিয়েছেন, আপাতত আলোচনা ইতিবাচক হয়েছে৷ বুধবার চেয়ারম্যান বিমান বসু ও প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র যৌথ সাংবাদিক বৈঠক করে জোটের ঘোষণা করেন৷
আশা করা হচ্ছে, ২০২১ সালে দুই দলের মধ্যে সখ্যতা বজায় থাকবে৷ তবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বামফ্রন্টের বাইরে থাকা কমিউনিস্ট পার্টিগুলি নেপথ্যে বাম-কংগ্রেসের জোটকে সমর্থন করবে কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে৷ কারণ ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটকে সামনে রেখে বৃহত্তর ঐক্য থেকে সরে গিয়েছিল সিপিআইএমএল লিবারেশন৷ আগামী ২০২১ সালের নির্বাচনে অন্যান্য বাম প্রভাবিত দলগুলিকে এক ছাতার তলায় আনার বিষয়ক জোরদার চেষ্টা করা হচ্ছে বলে আলিমুদ্দিন সূত্রে খবর৷