‘প্রধানমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী’

‘প্রধানমন্ত্রী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী’

দিসপুর: নরেন্দ্র মোদী নামেই প্রধানমন্ত্রী, আদতে দেশ চালান অমিত শাহ। বিরোধী শিবির থেকে হামেশাই এমন কটাক্ষ উড়ে আসে। কংগ্রেস জমানায় যেমন সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংকে আক্রমণ করা হত, এখন করা হয়ে মোদী-শাহকে। স্বাভাবিকভাবেই বিরোধীদের থেকে এমন বক্তব্য শোনা যায়। কিন্তু তা বলে খোদ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কথা বলবেন? ভাবাই যায় না। কিন্তু এমনটাই হল। এমন কথাই বললেন, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এই বক্তব্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

আরও পড়ুন- ইউক্রেনের স্কুলে রাশিয়ার গোলা বর্ষণ, হত অন্ততপক্ষে ৬০

অসমের খানাপাড়ায় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির অনুষ্ঠান ছিল। সেখানেই হাজির হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সামনেই তাঁকে ‘প্রধানমন্ত্রী’ বলে সম্বোধন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁকে বলতে শোনা যায়, ”আমাদের প্রধানমন্ত্রী অমিত শাহ, আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে আমার অভিনন্দন জানাই।” স্বাভাবিক নিয়মেই এই ভিডিও সামনে আসার পর চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির। তাদের বক্তব্য, নেহাতই ভুল করে, মুখ ফসকে এই কথা বলে ফেলেছেন তিনি। যদিও কংগ্রেস অন্যভাবেই দেখছে বিষয়টিকে।

কংগ্রেস শিবিরের দাবি, আসল সত্যিটা প্রকাশ্যে চলে এসেছে। কে দেশ চালাচ্ছে সেটা স্পষ্ট আর বিজেপি শিবির কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ভাবছে সেটাও পরিষ্কার। তাদের তরফে টুইট করে বলা হয়, সর্বানন্দ সনওয়াল মুখ্যমন্ত্রী থাকাকালীন অসমের এক সাংসদ হিমন্ত বিশ্বশর্মাকে ‘মুখ্যমন্ত্রী’ বলে সম্বোধন করেছিলেন। পরে দেখা গেল, তিনিই নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হলেন। এইভাবেই দেশের মুখ বদল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =