রাঁচি: কেন্দ্রের মনরেগা তহবিলের অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতার ঝাড়খণ্ডের আইএএস অফিসার পূজা সিঙ্ঘল৷ তিনি ছিলেন রাজ্যের খনি সচিব৷ তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ বুধবার দীর্ঘক্ষণ জেরার পর গ্রেফতার হন পূজা৷
আরও পড়ুন- ছদিনে মৃত ২০, চারধাম যাত্রায় অস্বাভাবিক হারে বাড়ছে মৃত্যু
মনরেগা প্রকল্পের তহবিল তছরুপের অভিযোগ উঠেছিল পুজার স্বামী অভিষেক ঝা এবং তাঁর চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সুমন কুমারের বিরুদ্ধেও৷ গত শুক্রবার সুমনকে গ্রেফতার করে ইডি৷ আর বুধবার ইডি’র জালে পড়েন পূজা৷ প্রসঙ্গত, ২০১২ সাল থেকেই মনরেগা প্রকল্পের অর্থ তছরুপ মামলার তদন্ত চলছে। তবে সেই সময় পূজার নাম সামনে আসেন৷ সম্প্রতি এই আইএএস অফিসারের দিকে আঙুল ওঠে৷ তদন্তে নেমে ১৫০ কোটি টাকার হিসাব বহির্ভূত সম্পত্তির সন্ধান পায় ইডি। এর পর পশ্চিমবঙ্গ, পঞ্জাব, ঝাড়খণ্ড, দিল্লি-সহ দেশের ১৮টি জায়গায় তল্লাশি চালিয়ে পূজা, তাঁর স্বামী অভিষেক ঝা এবং তাঁর চ্যাটার্ড অ্যাকাউন্ট্যোন্ট সুমনের বাড়ি থেকে নগদ ১৯ কোটি টাকা উদ্ধার করেন ইডি- অফিসাররা৷ শুধু সুমনের বাড়ি এবং অফিসে থেকেই মিলেছে নগদ ১৭ কোটি ৭৯ লক্ষ টাকা৷ তদন্ত চলাকালীন ইডি এও জানিয়েছিল, বিভিন্ন জেলায় জেলাশাসকের পদে দায়িত্ব পালনের সময় পূজা এবং তাঁর স্বামী অভিষেকের অ্যাকাউন্টে বেতন ছাড়াও প্রায় ১ কোটি ৪৩ লক্ষ টাকা জমা পড়েছিল।
২০২০ সালে গ্রেফতার হন ঝাড়খণ্ড সরকারের প্রাক্তন জুনিয়র ইঞ্জিনিয়ার রামবিনোদ প্রসাদ সিন্হা৷ নতুন মোড় নেয় মামলা৷ গ্রেফতার হওয়ার পর রামবিনোদ জানান, বেআইনি টাকার পাঁচ শতাংশ সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে কমিশন হিসেবে দিতে হয়েছিল তাঁকে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>