অর্থের অভাবে ধুঁকছে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্প, গ্যাস কিনতেই পারলেন না ৯০ লক্ষ গ্রাহক

অর্থের অভাবে ধুঁকছে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা প্রকল্প, গ্যাস কিনতেই পারলেন না ৯০ লক্ষ গ্রাহক

নয়াদিল্লি: ক্ষমতায় আসার পর ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প নিয়ে আসে নরেন্দ্র মোদী সরকার৷ দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের ঘরে রান্নার গ্যাস পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য৷ বিনামূল্য তাঁদের হাতে পৌঁছে দেওয়া হয় গ্যাস৷ কিন্তু তথ্য বলছে, গত অর্থবর্ষে ৯০ লক্ষেরও বেশি উজ্জ্বলা গ্যাস প্রকল্পের উপভোক্তা এক বারের জন্যেও তাঁদের সিলিন্ডার রিফিল করাননি৷ ১ কোটি ৮ লক্ষ উপভোক্তা বছরে মাত্র একবার কোনও মতে গ্যাস রিফিল করাতে পেরেছেন৷   

আরও পড়ুন- বিমানে উঠতে না পেরে ‘প্যানিক অ্যাটাক’ মহিলার, সমালোচনার মুখে সাফাই এয়ার ইন্ডিয়ার

ভোপালে বছর ৬১-র এক বৃদ্ধা রামকোলি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার উপভোক্তা৷ রোসনপুরা বস্তি তাঁর ঠিকানা৷ রামকলির কথায়, ‘‘আমি মাসে মাত্র ৬০০ টাকা বিধবা ভাতা পাই৷ এই টাকা দিয়ে আমি গ্যাস কিনব নাকি বিদ্যুতের বিল মেটাব? এক বছরে একবার হয়তো কোনও ভাবে সিলিন্ডার রিফিল করানোর ক্ষমতা হবে৷’’ তিনি আরও বলেন, ‘‘আমি বিনা পয়সায় সরকারের কাছ থেকে গ্যাস সিলিন্ডার পেয়েছিলাম৷ কিন্তু আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ৷ আমার দুই ছেলের মধ্যে একজন মারা গিয়েছে৷ আর এক ছেলে গত সাত মাস ধরে নিখোঁজ৷ মাসে মাত্র ৬০০ টাকা পেনশন পাই৷ এই টাকায় সিলিন্ডার কেনা সম্ভব নয়৷ তাই কাঠের আঁচেই রান্না করি৷ যদি এই টাকায় এলপিজি কিনি, তাহলে খাওয়ার জন্য হাতে আর কানাকড়িও পড়ে থাকবে না৷’’

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এর কর্মী চন্দ্র শেখর গৌর জানিয়েছে, ২১ মার্চ পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১ অর্থ বর্ষে ৬৫ লক্ষ গ্রাহক তাঁদের সিলিন্ডার রিফিল করেননি৷ ইন্ডিয়ার অয়েলের তরফে আরও বলা হয়েছে, ২১ মার্চ পর্যন্ত গত এক বছরে মাত্র একবার গ্যাস রিফিল করিয়েছেন উজ্জ্বলা যোজনার ৫২ লক্ষ উপভোক্তা৷ 

অন্যদিকে, আরটিআই আইনে একটি প্রশ্নের জবাবে হিন্দুস্তান পেট্রোলিয়াম লিমিটেড জানিয়েছে, ২০২১-২২ অর্থবর্ষে ৯.১৭৫ লক্ষ উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক তাঁদের গ্যাস সিলিন্ডার রিফিস করাননি৷ তারা আরও জানিয়েছেন, বছরে একবার গ্যাস রিফিল করাতে পেরেছেন ২৭ লক্ষ ৫৮ হাজার উপভোক্তা৷ আবার বিপিসিএল জানিয়েছে, ১৫.৯৬ উপভোক্তা গত অর্থবর্ষে সিলিন্ডার কেনেননি৷ 

বিভিন্ন পাবলিক সেক্টর সংস্থার তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে প্রায় ৮.৯৯ কোটি কানেকশন দেওয়া হয়েছিল৷ তার মধ্যে গত অর্থবর্ষে এক বারও সিলিন্ডার রিফিল করাননি ৯০ লক্ষ উপভোক্তা৷ মাত্র একবার গ্যাস রিফিল করিয়েছেন ১.০৮ কোটি উপভোক্তা ৷