প্রশিক্ষণ চলাকালীন বিপত্তি, ছত্রিশগড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ২ চালক

প্রশিক্ষণ চলাকালীন বিপত্তি, ছত্রিশগড়ে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত ২ চালক

ভুপাল: প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা। আর তার জেরেই ছত্রিশগড়ে মৃত্যু হল দুজন পাইলটের। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে ছত্রিশগড় বিমানবন্দরে ভেঙে পড়ে একটি হেলিকপ্টার। হেলিকপ্টারটি প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছিল। এই দুর্ঘটনার প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অবতরণের ঠিক আগে আগেই হঠাৎ আগুন লেগে যায় ওই হেলিকপ্টারে। এরপরেই সেটা মাটিতে আছড়ে পড়ে। ভয়াবহ এই কপ্টার দুর্ঘটনায় ওই হেলিকপ্টারে থাকা দুজন চালকেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।

ঘটনাটি ঘটেছে ছত্রিশগড়ের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে। প্রতিদিনের মতো এদিনও রাতে ওই বিমানবন্দরে হেলিকপ্টার চালকদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছিল। তখনই রাজ্য সরকারের অধীনস্থ ওই কপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানবন্দর সূত্রে খবর বৃহস্পতিবার রাত নটা বেজে দশ মিনিটে ওই হেলিকপ্টারে আগুন লেগে যায়। আগুন লাগার কয়েক মিনিট পরেই সেটি মাটিতে আছড়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত হন হেলিকপ্টারের মধ্যে থাকা দুজন চালক। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও পরে সেখানেই পরে তাঁদের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তব নামের দুজন বিমান চালকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

তবে ঠিক কি কারণে ওই হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হল এবং প্রশিক্ষণপ্রাপ্ত, অভিজ্ঞ চালক সঙ্গে থাকা সত্বেও কেন সেটি এইভাবে মাটিতে আছড়ে পড়ে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও প্রাথমিকভাবে ছত্রিশগড় সরকারের তরফ থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল কোনও ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। তবে আসল ঘটনাটি কী তা এখনও তদন্ত সাপেক্ষ।

 অন্যদিকে ওই দুই কপ্টার চালকের প্রয়ানে শোক প্রকাশ করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এই দুর্ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে বাঘেল টুইটারে লেখেন, ক্যাপ্টেন গোপালকৃষ্ণ পান্ডা এবং ক্যাপ্টেন এ পি শ্রীবাস্তবের মর্মান্তিক মৃত্যুর খবরে আমি শোকাহত। তাঁদের আত্মার শান্তি কামনা করি। ঈশ্বর তাঁদের পরিবারকে শক্তি দিন। এর সঙ্গে মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে মৃত ওই দুই চালকের পরিবারকে সমস্ত সাহায্য সরকারের তরফ থেকে করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − two =