মাওবাদীদের অস্ত্র সরবরাহ করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই! চার্জশিটে বিস্ফোরক দাবি NIA-র

মাওবাদীদের অস্ত্র সরবরাহ করেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাই! চার্জশিটে বিস্ফোরক দাবি NIA-র

52c691df506285b6c0238cbccb637a5a

রাঁচি: ঝাড়খণ্ড অস্ত্র চুরি ষড়যন্ত্র মামলায়  চার্জশিট পেশ করল জাতীয় তদন্ত সংস্থা বা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ)। ওই চার্জশিটে বলা হয়েছে,  বেশ কয়েকজন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান মাওবাদী ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। এই অভিযোগে এনআইএ-র চার্জশিটে নাম রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) হেড কনস্টেবল কার্তিক বহেরা, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী অরুণ কুমার সিং ওরফে ফৌজি, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অবিনাশ কুমার সহ মোট মোট ১১ জনের৷ এনআইএ-র চার্জশিটে জওয়ানদের নামের পাশাপাশি রয়েছে গ্যাংস্টার অমন সাহুর নামও। 

আরও পড়ুন- উত্তরপ্রদেশ মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক জাতীয় সংগীত

সাহু ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় কয়লা পরিবহণ করত৷ পাশাপাশি অস্ত্র দেখিয়ে এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, এই সাহুই মাওবাদীদের একে-৪৭ সহ অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করত৷ বিহার, পঞ্জাব এবং মহারাষ্ট্রে ধারাবাহিক অভিযান চালানোর পর গত বছর নভেম্বর মাসে ঝাড়খণ্ডের সন্ত্রাসবিরোধী স্কোয়াড এই চক্রের হদিশ পায়৷ অভিযানে নেমে পঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত নিরাপত্তা বাহিনীর ১১৬তম ব্যাটালিয়নের কাছ থেকে ৮৩০৪ রাউন্ড গোলাবারুদ, খালি শেল, ডেটোনেটর এবং ম্যাগাজিন উদ্ধার করা হয়৷ বিহারে একটি গ্যাং-এর সদস্যর  কাছ থেকে ৯০৯ রাউন্ড গুলি এবং মহারাষ্ট্র থেকে ১৪টি আধা-স্বয়ংক্রিয় পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়৷ 

এএনআই তাদের চার্জশিটে জানায়, কার্তিক বহেরা বিভিন্ন ক্যালিবারের গোলাবারুদ চুরি করেছিলেন এবং পরে অরুণ কুমার সিংকে তা সরবরাহ করেন।  সেখান থেকে এই অস্ত্রগুলি সিপিআই (মাওবাদী) ক্যাডার এবং অমন সাহুর সন্ত্রাসী গ্যাং-কে সরবরাহ করা হয়৷