আহমেদাবাদ: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, চরম বাগ বিতণ্ডা হচ্ছে। তারমধ্যে এক অধ্যক্ষা চেয়ার ছেড়ে উঠে ছাত্রীর পা ছুঁয়ে প্রণাম করছেন। এই ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। কী করে এক অধ্যক্ষাকে ছাত্রীর পা ছুঁতে বাধ্য করা হয়। কাঠগোড়ায় বিজেপির ছাত্র সংগঠন। (ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজ বিকেল)
জানা গিয়েছে, ভিডিও আহমেদাবাদ এসএএল ডিপ্লোমা কলেজের। এক ছাত্রীর সঙ্গে বচসার জেরে অধ্যক্ষাকে পা ধরে ক্ষমা চাইতে হয়। হাজিরা নিয়ে অধ্যক্ষার সঙ্গে ছাত্রীর বচসার সূত্রপাত। জানা গিয়েছে, ওই ছাত্রীর হয়ে সওয়াল করতে বৃহস্পতিবার অধ্যক্ষা মনিকা স্বামীর অফিসে ঢোকেন এবিভিপির নেতা অক্ষত জয়সওয়াল। তখনই অক্ষতের সঙ্গে মনিকা স্বামীর বচসা শুরু হয়। বচসার মাঝেই অধ্যক্ষাকে ছাত্রীর পা ছুঁতে দেখা যায়।
এই ঘটনার তীব্র নিন্দে করেছে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই ছাত্র সংগঠনের জাতীয় আহ্বায়ক ভাবিক সোলাঙ্কি জানিয়েছেন, একজন অধ্যক্ষা ছাত্রীর পা ছুঁতে বাধ্য হচ্ছেন। এই ধরনের ঘটনা কনই মেনে নেওয়া যায় না। এবিভিপির কাজ অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনা প্রমাণ করে এবিভিপি স্কুলে স্কুলে গুণ্ডাগিরি করে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অধ্যক্ষা মনিকা স্বামী জানান, কলেজে একাধিকবার অশান্তির সৃষ্টি করেছে অবিভিপির এই নেতা অক্ষত। তিনি অভিযোগ করেন, তাঁকে ছাত্রীর পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। এই সময় কেউ ভিডিওটি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠতে শুরু করে। মনিকা স্বামী জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর এবিভিপির শীর্ষনেতারা তাঁর কাছে আসেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তাঁরা ক্ষমাও চেয়েছেন বলে অধ্যক্ষা দাবি করেছেন।