অমৃতসর: দিল্লির পর অমৃতসর। গুরু নানকদেব হাসপাতালে বিধ্বংসী আগুন৷ বুধবার সকালে অমৃতসরের ওই হাসপাতালে আগুন লাগে বলে সূত্রের খবর। গলগল করে ধোঁয়া বেরতে শুরু করে৷ কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা হাসপাতাল৷ তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।
আরও পড়ুন- ছাত্রীর পা ছুঁয়ে ক্ষমা চাইতে বাধ্য করা হল অধ্যক্ষাকে, দেশ জুড়ে নিন্দার ঝড়
দমকল সূত্রের খবর, বুধবার সকাল ৬টা নাগাদ গুরুনানক হাসপাতালের রেকর্ড রুমে আগুন লেগে যায়। হাসপাতালে মেডিক্যাল সুপারিন্টেন্ডেন্ট-এর পাশের ঘরটিই রেকর্ড রুম। কালো ধোঁয়া বেরোতে দেখেই হাসপাতালের রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কে রোগীরা ছুটোছুটি শুরু করে দেন৷
খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় দমকলবাহিনী। হাসপাতালের রোগীদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। হাসপাতালের রেকর্ড রুমের যাবতীয় নথিপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর৷ গতকালই শুক্রবার দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে তিনতলা বাড়ি। ওই ঘটনায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>