এত উন্নয়ন! তবুও কেন ভোট কম? দশমীতে জবাব চাইলেন মমতা

কলকাতা: জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনে দলের রণকৌশল নির্ধারণ বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ তপশিলি জাতি, উপজাতি তৃণমূলের বিধায়কদের ডেকে বৈঠক করেন তিনি৷ লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করে বিধায়কদের জনসংযোগ নিয়ে তোলানে প্রশ্ন৷ লোকসভা ভোটের ফলাফলের জবাবদিহি চান মমতা! নয়া পরামর্শ ভোটগুরুর৷ তৃণমূল সূত্রে খবর, এদিনের এই বৈঠকে বিধায়কদের ধরে ধরে প্রশ্ন তোলেন মমতা৷

এত উন্নয়ন! তবুও কেন ভোট কম? দশমীতে জবাব চাইলেন মমতা

কলকাতা: জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনে দলের রণকৌশল নির্ধারণ বৈঠকে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ তপশিলি জাতি, উপজাতি তৃণমূলের বিধায়কদের ডেকে বৈঠক করেন তিনি৷ লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে উষ্মা প্রকাশ করে বিধায়কদের জনসংযোগ নিয়ে তোলানে প্রশ্ন৷ লোকসভা ভোটের ফলাফলের জবাবদিহি চান মমতা! নয়া পরামর্শ ভোটগুরুর৷

তৃণমূল সূত্রে খবর, এদিনের এই বৈঠকে বিধায়কদের ধরে ধরে প্রশ্ন তোলেন মমতা৷ জানতে চান, বাংলা জুড়ে এত উন্নয়ন সত্ত্বেও কেন ভোটের বাক্সে তার প্রভাব পড়ল এত৷ উন্নয়নের পর কেন কম ভোট? তাহলে কি বিধায়কদের জনসংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে৷ ঠিক কী কারণে লোকসভা নির্বাচনের ফলাফল আশানুরূপ হয়নি? তার ব্যাখ্যাও চান নেত্রী!

বিধায়কদের থেকে নেত্রীর জবাবদিহি চাওয়ার পর বলতে ওঠেন ভোটগুরু প্রশান্ত কিশোর৷ বিধায়কদের বেশকিছু নির্দেশও দেন তিনি৷ জানিয়ে দেন, এখন থেকে যুদ্ধকালীন তৎপরতায় এনআরসি বিরোধী প্রচার চালানো হবে৷ এনআরসির বিরুদ্ধে মানুষকে সচেতন করে তুলতে হবে৷ একইসঙ্গে বিজেপিকে রুখতে বাংলায় এনআরসি বিরোধিতা তীব্র মাত্রায় নিয়ে যাওয়ার বার্তা প্রশান্তের৷

তপশিলি জাতি, উপজাতি বিধায়কদের সঙ্গে বৈঠকের পর দ্বিতীয় পর্যায়ে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকে বসেন নেত্রী৷ আগামী দিনে ঠিক কী কী কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে তার পরিষ্কার রূপরেখা তৈরি করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + one =