অযোধ্যা রায়ে মোদি সরকারের ‘প্রভাব’ আছে, ঘোষণা দিলীপের

কলকাতা: অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত৷ কিন্তু এই রায়ের পেছনে মোদি সরকারের ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব’ আছে বলে সাংবাদিক বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ মোদি সরকারের নমুনা দিতে গিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা৷ অযোধ্যা মামলার রায় ঘোষণার পর আজ শনিবার দুপুরে

583c7a36a39571dc625df2c2e9b6c4c8

অযোধ্যা রায়ে মোদি সরকারের ‘প্রভাব’ আছে, ঘোষণা দিলীপের

কলকাতা: অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত৷ কিন্তু এই রায়ের পেছনে মোদি সরকারের ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব’ আছে বলে সাংবাদিক বৈঠকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ মোদি সরকারের নমুনা দিতে গিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে নতুন করে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা৷

অযোধ্যা মামলার রায় ঘোষণার পর আজ শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ রাজ্যের ৩ উপনির্বাচনে অযোধ্যা মামলার এই রায়ের প্রভাব পড়বে কি না তার জবাবে বিস্ফোরক দাবি করে বসেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান সাফ জানিয়েছেন, উপনির্বাচন হয় ছোট একটি এলাকার মধ্যে৷ আর সেখানে স্থানীয় ইস্যুগুলি বেশি প্রাধান্য পায়৷ তবে অযোধ্যা মামলার রায় সেখানে প্রভাব পড়বে কি না তা অবশ্য স্পষ্ট করেননি তিনি৷ এরপরই রায়ের প্রভাব নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ৷ সাফ জানিয়ে দেন, ‘‘যেটা বলার মতো বিষয় হবে সেটা আমরা নিশ্চয়ই বলব৷ রাজ্যে আমরা ক্ষমতায় নেই৷ এখানে আমরা কী করেছি, সেটা বলার মতো বিশেষ কিছু থাকে না৷ আমাদের নীতি আদর্শ ও আমরা আগামী দিনে কী করতে পারি, সেটা বলতে পারি৷ কিন্তু আমাদের কেন্দ্র সরকার কী করছে, আমরা বলছি৷ আমরা বলছি, কেন্দ্রের মোদি সরকার রাজ্য মোদি সরকার৷ মোদি সরকার কী করতে পারে তার নমুনা তো আমরা দেখছি৷ আমরা এটাও সেই ইস্যুর মধ্যে ঢুকাব৷’’

পাল্টা সাংবাদিককদের তরফেই জানানো হয়, অযোধ্যায় রাম মন্দিরের বিষয়টিতে সুপ্রিমকোর্ট নির্দেশ দিয়েছে৷ তাহলে এখানে কেন্দ্রের ভূমিকা কী? এরপরই ঠোঁটের কোণে একরাশ হাসি ও কৌতূহল রেখে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘মোদি সরকার বা মোদির দল যাকে সাপোর্ট করেছে, রায়টা ওদিকে এসেছে৷ তার বিরুদ্ধে যায়নি৷ আর এই রায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে তার প্রভাব তো আছেই৷’’

অযোধ্যা মামলার রায়ে মোদি সরকারের প্রভাব আছে, বিস্ফোরক দিলীপ

অযোধ্যা রায়ে মোদি সরকারের প্রভাব আছে, বিস্ফোরক দিলীপ

Gepostet von Aaj Bikel আজ বিকেল am Samstag, 9. November 2019

অর্থাৎ রাজ্য বিজেপি সভাপতি বোঝাতে চাইলেন, সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়ে মোদি সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব আছে! দিলীপ ঘোষের এই মন্তব্যের পর বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে কি বিচারব্যবস্থার উপর মোদি সরকার হস্তক্ষেপ করছে? অযোধ্যা মামলার রায় ঘোষণার পিছনেও কি রয়েছে মোদি সরকারের প্রভাব? তারই ইঙ্গিত দিয়ে রাখলেন দিলীপ ঘোষ? সুপ্রিম কোর্টের রায়ে মোদি সরকারের প্রভাব বলে মন্তব্য কি আদালত অবমাননা নয়? তুঙ্গে রাজনৈতিক চর্চা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *