অস্বস্তি বাড়িয়ে সিঙ্গুর-নন্দীগ্রাম বিতর্কে বিস্ফোরক রাজ্যপাল

কলকাতা: বাংলার রাজনীতিতে অন্যতম অধ্যায় ছিল সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন৷ কৃষক আন্দোলনের উপর ভর করে রাজ্যে ঘটে গিয়ে ছিল পালাবদল৷ শাসকের সিংহাসনে বসে ছিল তৃণমূল৷ সিঙ্গুর-নন্দীগ্রাম তৃণমূকে নতুন মাত্রা দিয়েছিল৷ এবার সেই সিঙ্গুর-নন্দীগ্রাম ইস্যু নতুন করে তুলে এনে রাজ্যের বিরুদ্ধে ফের নিজের অবস্থান জানালেন রাজ্যপাল৷ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান শেষে রাজভবন ফেরার পথে সিঙ্গুরে চলে যান রাজ্যপাল৷সিঙ্গুরে

অস্বস্তি বাড়িয়ে সিঙ্গুর-নন্দীগ্রাম বিতর্কে বিস্ফোরক রাজ্যপাল

কলকাতা: বাংলার রাজনীতিতে অন্যতম অধ্যায় ছিল সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন৷ কৃষক আন্দোলনের উপর ভর করে রাজ্যে ঘটে গিয়ে ছিল পালাবদল৷ শাসকের সিংহাসনে বসে ছিল তৃণমূল৷ সিঙ্গুর-নন্দীগ্রাম তৃণমূকে নতুন মাত্রা দিয়েছিল৷ এবার সেই সিঙ্গুর-নন্দীগ্রাম ইস্যু নতুন করে তুলে এনে রাজ্যের বিরুদ্ধে ফের নিজের অবস্থান জানালেন রাজ্যপাল৷

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান শেষে রাজভবন ফেরার পথে সিঙ্গুরে চলে যান রাজ্যপাল৷সিঙ্গুরে বিডিও অফিসে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টাও করেন তিনি৷ কিন্তু আধিকারিকদের না পেয়ে ফিরে যান রাজ্যপাল৷ এই ঘটনার দিন দুয়েক পর এবার রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল৷

আজ সকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, ‘‘যেখানেই যাচ্ছি সেখানেই প্রশ্ন তোলা হচ্ছে৷ সিঙ্গুরে কেন গেলাম? সেটাও নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে৷ দুর্গাপুরে গেলাম, সেখানেও আমাকে ঘিরে বিক্ষোভ দেখানো হল৷ তাহলে কি কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে? সিঙ্গুর-নন্দীগ্রামে গিয়ে আমি থাকতে চাই৷ বেশ কয়েকদিন সেখান থেকে দেখতে চাই৷ কি পরিস্থিতি আমি দেখতে চাই৷ কথা বলতে চাই স্থানীয়দের সঙ্গে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *