NRC বিরোধিতায় প্রথম জয়ের ফসল তুলছে বাম প্রেসিডেন্সি

কলকাতা: তিন বছর পর পশ্চিমবঙ্গে কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ২০১৭ সালের জানুযারি মাসের পর এই প্রথম নির্বাচন রাজ্যে ছাত্র নির্বাচন৷ রাজ্য সরকার আপাতত চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্র সংসদ নির্বাচন করার অনুমতি দিয়েছে৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলি হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়৷ অক্টবর মাসেই এই অনুমতি দেওয়া হয়েছে৷ প্রেসিডেন্সির নির্বাচনে

4f9e7c1897bb389ed3513bfcab7f9981

NRC বিরোধিতায় প্রথম জয়ের ফসল তুলছে বাম প্রেসিডেন্সি

কলকাতা: তিন বছর পর পশ্চিমবঙ্গে কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে৷ ২০১৭ সালের জানুযারি মাসের পর এই প্রথম নির্বাচন রাজ্যে ছাত্র নির্বাচন৷ রাজ্য সরকার আপাতত চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্র সংসদ নির্বাচন করার অনুমতি দিয়েছে৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলি হল, যাদবপুর বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়৷ অক্টবর মাসেই এই অনুমতি দেওয়া হয়েছে৷

প্রেসিডেন্সির নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষ ইনডিপেনডেন্ট কনসলিডেশন (আইসি) ও এসএফআইয়ের অন্যতম প্রধান ইস্যু হল এনআরসি৷ প্রবল প্রতিপক্ষ দুই ছাত্র সংগঠন এনআরসি বিরোধী৷ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে ঢিল ছোঁড়া দূরত্বেই রাজ্য বিজেপির সদর দফতর ৬ নম্বর মমুরলীঘর সেন লেন৷ সেখান থেকেই এনআরসির রাজনৈতিক ইস্যু তৈরি হবে বলে মনে করে এই দুই ছাত্র সংগঠন৷ সেক্ষেত্রে বামপন্থী এসএফআই ও স্বাধীনচেতা আইসিয়ের মধ্যে মধ্যে বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে বিরোধ তুঙ্গে হলেও গেরুয়া সন্ত্রাস এবং এনআরসি নিয়ে দুই পক্ষই প্রচার করেছে৷ চলছে হাড্ডাহাড্ডি লড়াই৷

লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির প্রধান ইস্যু ছিল এনআরসি৷ আগামী ২১২১ সালের বিধানসভা নির্বাচনে এনআরসি-ই প্রধান ইস্যু তা ঠারেঠোরে বুঝিয়েছে বিজেপি৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে বলেছেন প্রথমে সংসদে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সংসদে পাশ হবে এবং পরে এনআরসি হবে সারা ভারতে৷ আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি এনআরসির পক্ষে৷ কিন্তু, প্রেসিডেন্সির নির্বাচনে এবিভিপি এই নির্বাচনে নিজেদের দাঁড় করাতে পারেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *