বাজারদর নিয়ন্ত্রণে বড় ঘোষণা মমতার, পুলিশকে দিলেন নির্দেশ

কলকাতা: লাগামছাড়া বাজারদর৷ শাকসবজি, ফল-মূলের দাম নিয়ন্ত্রণের বাইরে৷ বুলবুলের অজুহাত দেখিয়ে লাফিয়ে বেড়েছে বাজারদর৷ এবার সেই বেলাগাম বাজরদর নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪-৫ মাস পর বৈঠকে বসল টাস্ক ফোর্স৷ আজ সন্ধ্যায় বৈঠক শেষে বাজারদর নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷ আজ নবান্নে টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে নবান্ন

ea6adebdb4bca0af8ba3a7a5e9663824

বাজারদর নিয়ন্ত্রণে বড় ঘোষণা মমতার, পুলিশকে দিলেন নির্দেশ

কলকাতা: লাগামছাড়া বাজারদর৷ শাকসবজি, ফল-মূলের দাম নিয়ন্ত্রণের বাইরে৷ বুলবুলের অজুহাত দেখিয়ে লাফিয়ে বেড়েছে বাজারদর৷ এবার সেই বেলাগাম বাজরদর নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪-৫ মাস পর বৈঠকে বসল টাস্ক ফোর্স৷ আজ সন্ধ্যায় বৈঠক শেষে বাজারদর নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর৷

আজ নবান্নে টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে জরুরি ভিত্তিতে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক শেষে নবান্ন ছাড়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা৷ বাজার নিয়ন্ত্রণে আনতে পুলিশকে দিয়ে বাজারে নজরদারি করানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷

বলেন, ‘‘২৫ টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়ার কথা ছিল কেন্দ্রের৷ কিন্তু, কেন্দ্র সরকার সেই পেঁয়াজ রাজ্যকে দিচ্ছে না৷ ফলে পেঁয়াজ নিয়ে একটু সমস্যা আছে৷ কারণ, পেঁয়াজের জন্য অন্য রাজ্যের উপর নির্ভর করতে হয় আমাদের৷’’ আলুর দাম নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী৷ জানান সবটাই পুলিশ দেখছে৷ শীতের সবজি যেমন ফুলকপি, বাঁধাকপির যথেষ্ট নষ্ট হয়েছে বৃষ্টির কারণে৷ ফলে, শীতের সবজির দাম চড়া কয়েকদিন থাকবে৷ তবে বাজারে নজড় রাখা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ইচ্ছে মতো দাম যাতে না বৃদ্ধি করা হয়, তা নজড় রাখা হবে বলেও জানিয়েছেন তিনি৷ আগামী সপ্তাহে দাম কমবে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বুলবুলের কারণে সবজির ক্ষতি হয়েছে৷ তারজন্য একটু প্রভাব পরেড়ে৷ এটাই স্বাভাবিক৷ তবে, একশ্রেণির ব্যাবসায়ী ইচ্ছে করে দাম বৃদ্ধি করে দিচ্ছে৷ আমি পুলিশকে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বলেছি৷ রাজ্য পুলিশের ডিজি অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবে৷’’

এরপর মুখ্যমন্ত্রী জানান, কেউ কেউ ইচ্ছা করে বাজারদর থেকে চার গুণেরও বেশি দাম নিচ্ছে৷ অনেকে বেশি দাম নেওয়া হচ্ছে৷ আমরা পুলিশকে বলেছি, ওরা বাজারে অভিযান চালাবে৷ ব্যবসায়ীরা জানিয়েছেন, সাত দিনের মধ্যে বাজার দর ঠিকঠাক হয়ে যাবে৷ অনেকেই বলছেন, বুলবুলের কারণে সবজি পাওয়া যাচ্ছে না৷ কিন্তু দক্ষিণ ২৪ পরগনা ছাড়াও অন্যান্য জেলায় সবজি চাষ হয় না, তা তো নয়৷ এটাও ঠিক, বিভিন্ন সময়ে বৃষ্টির কারণে শাকসবজি নষ্ট হয়ে গিয়েছে৷ ফলে সমস্ত দিক বিবেচনা করতে হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *