হেলিকপ্টার চেয়েও পেলেন না রাজ্যপাল! কী কাজে লাগবে? খোঁচা তৃণমূলের

কলকাতা: কিছুতেই থামছে না রাজভবন বনাম নবান্নের দ্বৈরথ৷ আজ ফের নতুন করে তৈরি হল বিতর্ক৷ নাম না করে রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মন্তব্য পাল্টা মন্তব্যের পর এবার সরাসরি রাজ্যপালের আবেদন পর্যন্ত খারিজ করল রাজ্য৷ রাজ্যপালের সফরের জন্য হেলিকপ্টার চাওয়ার আবেদন বাতিল হতেই পাল্টা বিবৃতি রাজভবনের৷ আজ নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের

b780993b7482c3428eb55dd5a76671f9

হেলিকপ্টার চেয়েও পেলেন না রাজ্যপাল! কী কাজে লাগবে? খোঁচা তৃণমূলের

কলকাতা: কিছুতেই থামছে না রাজভবন বনাম নবান্নের দ্বৈরথ৷ আজ ফের নতুন করে তৈরি হল বিতর্ক৷ নাম না করে রাজ্যপালকে বিজেপির মুখপাত্র বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ মন্তব্য পাল্টা মন্তব্যের পর এবার সরাসরি রাজ্যপালের আবেদন পর্যন্ত খারিজ করল রাজ্য৷ রাজ্যপালের সফরের জন্য হেলিকপ্টার চাওয়ার আবেদন বাতিল হতেই পাল্টা বিবৃতি রাজভবনের৷

আজ নবান্নে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের রাজ্যপালের ভূমিকা প্রসঙ্গে বলতে গিয়ে জানান, এখন দেখছি বেশ কয়েকজন মনোনীত পদাধিকারী নির্বাচিত সদস্যের উপর প্রভাব ঘটানোর চেষ্টা করছেন৷ সমান্তরাল সরকার চালানোর চেষ্টা করা হচ্ছে৷ এইভাবে কোন মনোনীত ব্যক্তি যেন তাঁর সীমা ছাড়িয়ে না জান৷ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় মনোনীত সদস্য হিসেবে তিনি কাকে বোঝাতে চেয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না৷

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর পরই রাজ্যপালকে ঘিরে নয় বিতর্ক দানা বাঁধতে শুরু করে৷ হেলিকপ্টারচেয়ে আর্জি জানানোর পর তা না পাওয়ায় এবার সরাসরি বিবৃতি রাজভবনের৷ জানা গিয়েছে, শুক্রবার জেলা সফরের জন্য হেলিকপ্টার চেয়ে রাজভবনের তরফে আবেদন জানানো হয়৷ কিন্তু, তা খারিজ হওয়ায় স্থলপথে ৬০০ কিমি যাত্রা করবেন রাজ্যপাল৷ অভিযোগ, এই সফরের জন্য মুখ্যমন্ত্রীকে হেলিকপ্টার চেয়ে জানানো সত্ত্বেও সুরাহা হয়নি৷ মূলত, এই অভিযোগ তুলে আজ রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷

অন্যদিকে পাল্টা মাঠে নেমেছে তৃণমূল৷ রাজ্যপালের হেলিকপ্টার চাওয়া প্রসঙ্গে কড়া জবাব দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ তাঁর অভিযোগ, একটি রাজনৈতিক দলের কথায় চলছেন রাজ্যপাল৷ বলেন, মুখ্যমন্ত্রী তো বুলবুল প্রভাবিত এলাকা পরিদর্শনের জন্য হেলিকপ্টার ব্যবহার করেছেন৷ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ কিন্তু, এই রাজ্যপালের ভূমিকা ভালো চোখে দেখছেন না বাংলার মানুষ৷ রাজ্যপালের এক্তিয়ারের বাইরে গিয়ে রাজনৈতিক দলের হয়ে কাজ করছে৷ উনি আবার হেলিকপ্টার গিয়ে কী করবেন? এরপরই পাল্টা বিবৃতি রাজভবনের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *