দলীয় তহবিল গোছাতে কড়া নির্দেশ তৃণমূলের, তথ্য তলব

কলকাতা: তৃণমূলের দলীয় তহবিলে স্বচ্ছ বেড়াতে নয়া উদ্যোগ৷ বিধায়কদের মাসিক ভাতা থেকে দলের তহবিলে চাঁদা দেওয়ার নিয়ম আছে তৃণমূলে৷ এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে শাসক তৃণমূল৷ জানা গিয়েছে, এখন থেকে দলের তহবিলে চাঁদা জমা দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক ও সাংসদদের৷ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে সেই প্যান কার্ডের তথ্য

47613e2558a24a6df59aa9a4f096521c

দলীয় তহবিল গোছাতে কড়া নির্দেশ তৃণমূলের, তথ্য তলব

কলকাতা: তৃণমূলের দলীয় তহবিলে স্বচ্ছ বেড়াতে নয়া উদ্যোগ৷ বিধায়কদের মাসিক ভাতা থেকে দলের তহবিলে চাঁদা দেওয়ার নিয়ম আছে তৃণমূলে৷ এবার সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে শাসক তৃণমূল৷

জানা গিয়েছে, এখন থেকে দলের তহবিলে চাঁদা জমা দেওয়ার ক্ষেত্রে প্যান কার্ড দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে বিধায়ক ও সাংসদদের৷ জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে সেই প্যান কার্ডের তথ্য জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর৷

এই মুহূর্তে দলের তহবিলে তৃণমূল বিধায়কদের মাসিক চাঁদার পরিমাণ ১ হাজার টাকা৷ সাংসদের ক্ষেত্রে ৭ হাজার টাকা৷ দলের নেতাদের নির্দেশ পাঠানো হয়েছে, তাঁরা যাতে তাঁদের প্যান কার্ডের তথ্য জমা করান৷ কিন্তু, কেন এই নির্দেশ? জানা গিয়েছে, দলের তহবিলে কোথা থেকে টাকা আসছে, কে পাঠাচ্ছে তার তথ্য রাখাতেই এই ব্যবস্থা৷ দলের আয় নিয়ে নির্বাচন কমিশনের ও আয়কর দপ্তর যদি তথ্য তদব করে, তাহলে তা সহজে জানিয়ে দেওয়া যাবে৷

এর আগে সারদা তদন্তে একাধিকার বার সিবিআইয়ের নজরে ছিল তৃণমূলের অ্যাকাউন্ট৷ তৃণমূলের মুখপত্রের অ্যাকাউন্টের তথ্যও হাতড়িয়েছে৷ করা হয়েছে জেরা৷ এবার যাতে দলের আয়ের ভাণ্ডার নিয়ে যাতে কোনও সমস্যা দেখা না দেয়, তা নিশ্চিত করতে এই ব্যবস্থা বলে মনে করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *