নয়াদিল্লি: এক বছরের সাজা হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর। ২০ মে তিনি পাতিয়ালা আদালতে আত্মসমর্থন করেন। সোমবার তাঁকে জেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। জেলের মধ্যে দুদিন কাটিয়ে দিলেও এখনও পর্যন্ত কোনও খাবার খাননি। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পাতিয়ালা জেল সূত্রে খবর, নিয়মিত তাঁকে যে ওষুধ গুলো খেতে হয়, তা তিনি খেয়েছেন। তবে দুই দিন তিনি কোনো খাবার মুখে তোলেননি। যার ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পাতিয়ালা জেল সূত্রে জানানো হয়েছে, সেই কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পঞ্জাব কারা দফতরের আধিকারিক জানিয়েছেন, যদি চিকিৎসক কোনও বিশেষ পথ্যের নির্দেশ দেন, তা জেল ক্যান্টিন থেকে আনিয়ে নেওয়া হবে। তবে সিধুর জন্য আলাদা করে অন্য কোনও ব্যবস্থা নেওয়া হবে না।
১৯৮৮ সালে একটি অনিচ্ছাকৃত খুনের ঘটনায় সিধুর এক বছরের সাজা ঘোষণা করে সুপ্রিম কোর্ট। জানা যায় ওই বছর ডিসেম্বর মাসে পঞ্জাবের রাস্তায় গুরনাম সিং নামের এক ব্যক্তির সঙ্গে সিধু বচসায় জড়িয়ে পড়েন। সেখান থেকে হাতাহাতি হয়। ঘটনার জেরে ওই ব্যক্তির মাথায় আঘাত লাগে। পরে ওই ব্যক্তির হাসপাতালে মৃত্যু হয়।
তবে জেলে সিধু পেয়েছেন অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ শিরোমণি অকালি দলের নেতা বিক্রম সিংহ মাজিথিয়া। একটি মাদক মামলায় তিনিও বন্দি পাটিয়ালা জেলে। এক সময় ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নভজ্যোত সিং সিধু।