‘বাংলার রূপকারে’র মূর্তি ভেঙে তাণ্ডব, কাঠগড়ায় বিজেপি

মেদিলীপুর: রবিবার সকালে প্রদেশ কংগ্রেসের সদরদপ্তরে তাণ্ডব৷ পরদিন রবিবার ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙা হল বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের মূর্তি৷ অভিযোগের তীর বিজেপির দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ পাল্টা খোঁচা ফিরবাদ হাকিমের৷ আজ সকালে পূর্ব বর্ধমানের মানকর স্টেশনের কাছে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মূর্তি ভাংচুরের ঘটনায় ক্ষোভে

‘বাংলার রূপকারে’র মূর্তি ভেঙে তাণ্ডব, কাঠগড়ায় বিজেপি

মেদিলীপুর: রবিবার সকালে প্রদেশ কংগ্রেসের সদরদপ্তরে তাণ্ডব৷ পরদিন রবিবার ২৪ ঘণ্টার মধ্যেই ভাঙা হল বাংলার রূপকার বিধানচন্দ্র রায়ের মূর্তি৷ অভিযোগের তীর বিজেপির দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ পাল্টা খোঁচা ফিরবাদ হাকিমের৷

আজ সকালে পূর্ব বর্ধমানের মানকর স্টেশনের কাছে বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ মূর্তি ভাংচুরের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসের কর্মীরা৷ এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী৷ কংগ্রেস কর্মীদের অভিযোগ, গতকাল রাতে স্টেশন চত্বরে বসানো বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা হয়েছে৷ আজ সকালের বিষয়টি নজরে আসতেই উত্তেজনা ছড়িয়ে পড়েন৷ এলাকায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ৷ দায়ে হয়েছে অভিযোগ৷

কংগ্রেসের তরফে মূর্তি ভাংচুরের পিছনে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে৷ তাদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙচুর করেছে৷ মূর্তি ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷

অভিযোগ অস্বীকার করে রাজ্য বিজেপি সভাপতি জানিয়েছেন, এই ধরনের রাজনীতি বিজেপি করে না৷ এই ধরনের কর্মকাণ্ডের কোন সংস্কৃতিতে বিজেপির নেই৷ পাল্টা কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন, এই ধরনের ঘটনা লজ্জাজনক৷ কখনই এই সমস্ত ঘটনা মেনে নেওয়া যায় না৷ কখনও বিদ্যাসাগরের মূর্তি ভাঙার হচ্ছে, কখনও বিধানচন্দ্র রায়ের মূর্তি ভাঙা হচ্ছে৷ পার্টি অফিসে হামলা করা হচ্ছে৷ এটাই বিজেপির সংস্কৃতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =