নয়াদিল্লি: অভিনব সঙ্কটে পড়তে চলেছে রেল। শূন্যপদে নিয়োগ, প্রাপ্য সুবিধা না মেলা, কাজের চাপ বৃ্দ্ধির প্রতিবাদে দেশের সমস্ত রেল মাস্টাররা একসঙ্গে একদিনের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরফলে দেশে স্তব্ধ হয়ে যেতে পারে রেল পরিষেবা।
শূন্যপদে নিয়োগ, প্রাপ্য সুবিধা না মেলা, কাজের চাপ বৃদ্ধির প্রতিবাদে রেলের স্টেশন মাষ্টাররা একদিনের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্টেশন মাস্টারদের সংগঠন অল ইন্ডিয়া স্টেশন মাস্টার অ্যাসোসিয়েশনের শিয়ালদহ ডিভিশনের সাংগঠনিক সভাপতি সৌমিত্র বসু জানান, এই মুহূর্তে দেশে ছয় হাজারের বেশি স্টেশন মাস্টারের পদ ফাঁকা রয়েছে। এরমধ্যে এই রাজ্যের সীমানায় থাকা ৫৬৩টি স্টেশনে প্রায় দেড় হাজার পদ ফাঁকা রয়েছে বলে সংগঠনের তরফে জানান হয়েছে। ফলে দায়িত্বে থাকা স্টেশন মাস্টারদের উপরে কাজের চাপ বাড়ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে আগামী ৩১ মে স্টেশন মাস্টাররা একদিনের ছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সংগঠনের তরফে ইতিমধ্যেই রেল বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে।
অল ইন্ডিয়া স্টেশন মাস্টারর্স অ্যাসোসিয়েশন মূলত এই গণছুটির ডাক দিয়েছেন। প্রায় ৩৫ হাজার সদস্য এই ছুটির আবেদন করেছেন। ২০২০ সাল থেকে তাঁদের কিছু দাবিদাওয়া রয়েছে। বেশ কয়েকবার সরকারের কাছে সেই দাবিদাওয়া জানালেও কেন্দ্র তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ।
স্টেশন মাস্টার্সদের দাবি, সমস্ত শূন্যপদে নিয়োগ করতে হবে। রেল বেসরককারিকরণ বন্ধ করতে হবে। পাশাপাশি নাইট ডিউটির ভাতা চালু করতে হবে। স্টেশন মাস্টার্সদের নিরাপত্তার দাবি করা হয়। শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও ফলাফল হয়নি। বাধ্য হয়ে গণছুটির সিদ্ধান্ত নিয়েছেন বলে স্টেশন মাস্টারদের তরফে জানানো হয়েছে।