অমরাবতী: জনরোষে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্ধ্রপ্রদেশের একটি জেলার নামকরণ নিয়ে অশান্তির সূত্রপাত হয়। অশান্তির মধ্যেই রাজ্যের পরিবহণ মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় একদল বিক্ষোভকারী বলে জানা গিয়েছে। বিক্ষোভকারীদের ছোঁড়া ইঁটের আঘাতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
অন্ধ্রপ্রদেশে সদ্য তৈরি হয়েছে কোনাসীমা জেলা। ওই জেলার নাম বদলে বি আর আম্বেদকর কোনাসীমা রাখার প্রস্তাব দেওয়া হয়। এর প্রতিবাদে প্রথমে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল জনতা। পরেই সেই বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রী পিনাইপ বিশ্বরুপুরের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় কোনও রকমে জনতার চোখ বাঁচিয়ে মন্ত্রী ও তাঁর পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়। মন্ত্রীর বাড়ির পাশাপাশি পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একটি স্কুলবাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া গিয়েছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বলে অভিযোগ। ইঁটের আঘাতে এক পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ভাগ্যজনক ঘটনা। ২০ জনের বেশি পুলিশ কর্মী আহত হয়েছেন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনের অধীনে নিয়ে আসা হবে। প্রসঙ্গত গোদাবরী জেলা ভেঙে ৪ এপ্রিল কোনাসীমা জেলা তৈরি করা হয়। গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকার এক বিবৃতিতে জানায় কোনাসীমা জেলার নাম পরিবর্তন করে রাখা হবে বি আর আম্বেদর কোনাসীমা। কারও কোনও আপত্তি থাকলে তা জনগণ জানাতে পারবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়।