সমান্তরাল প্রশাসন চালাচ্ছে কে? বিস্ফোরক কেন্দ্রের ‘এজেন্ট’ রাজ্যপাল!

কলকাতা: শিলিগুড়ি সফরে গিয়ে ফের রাজের বিরুদ্ধে সংঘাত আরও তীব্র করলেন ‘কেন্দ্রের এজেন্ট’ রাজ্যপাল জগদীপ ধনকর৷ রাজনীতি করতে হলে রাজভবন ছাড়ুক কেন্দ্রের এজেন্ট রাজ্যপাল, সুখেন্দুশেখর রায়ের মন্তব্যের পাল্টা কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যপাল ধনকর৷ আজ শিলিগুড়ি সফরে গিয়ে ঘণ্টাখানিকের সাংবাদিক বৈঠক থেকে বুলবুল থেকে বাংলার রাজনীতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন,

545efa3c3ffcfe8e072810dc6a010d8b

সমান্তরাল প্রশাসন চালাচ্ছে কে? বিস্ফোরক কেন্দ্রের ‘এজেন্ট’ রাজ্যপাল!

কলকাতা: শিলিগুড়ি সফরে গিয়ে ফের রাজের বিরুদ্ধে সংঘাত আরও তীব্র করলেন ‘কেন্দ্রের এজেন্ট’ রাজ্যপাল জগদীপ ধনকর৷ রাজনীতি করতে হলে রাজভবন ছাড়ুক কেন্দ্রের এজেন্ট রাজ্যপাল, সুখেন্দুশেখর রায়ের মন্তব্যের পাল্টা কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যপাল ধনকর৷

আজ শিলিগুড়ি সফরে গিয়ে ঘণ্টাখানিকের সাংবাদিক বৈঠক থেকে বুলবুল থেকে বাংলার রাজনীতি নিয়ে মুখ খুললেন রাজ্যপাল৷ সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজ্যপাল বলেন, ‘‘বিমানবন্দর থেকে সব জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি দেখলাম৷ কোথাও তো আমার ছবি দেখলাম না তো? রাস্তার পাশে এত কেন মুখ্যমন্ত্রীর ছবি৷’’

রাজ্য প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে বলেন, ‘‘৫০ দিন হয়ে গেল, মুখ্যসচিব সময় পেলেন না রাজ্যপালকে সাড়া দিতে৷ আমি রাজনীতি করছি, এই অভিযোগ মানছি না৷ সব জেলার জেলাশাসকদের চিঠি দিয়েছিলাম আমি৷ তাঁদের উত্তরে আমি আহত৷ তাঁরা বলেছেন, রাজ্যে অনুমতি ছাড়া কাউকে ডাকা যাবে না৷ তাহলে আমি কি সমান্তরাল প্রশাসন চালাচ্ছি?’’

রাজ্যপাল কেন্দ্রের এজেন্ট, সুখেন্দুশেখর রায়ের মন্তব্যের পাল্টা কড়া ভাষায় জবাব দিলেন রাজ্যপাল ধনকর৷ বলেন, ‘‘আমি কেন্দ্রের এজেন্ট নয়৷ অধিকার দিয়েছে সংবিধান৷ যে কোন সংসদ সংসদে যা খুশি বলতে পারেন৷ সেটাই তাঁর সাংবিধানিক অধিকার৷ তা খর্ব যাবে না৷’’

নাম না করে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্চ জানিয়ে রাজ্যপালের মন্তব্য, ‘‘রাজ্যবাসী সেবা করতে সবসময় তৈরি আমি৷ যেখানে দরকার সেখানে যাব৷ কোথাও যাওয়ার জন্য অনুমতি প্রয়োজন হবে না৷ সবাইকে জানিয়ে সবকিছু করছি৷ মুখ্যমন্ত্রীকে একাধিক চিঠি দিয়েছে৷ চিঠিতে কী লিখেছি তা প্রকাশ করব না৷’’

আজ রাজ্যসভার ২৫০ তম অধিবেশনে দাঁড়িয়ে রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়৷ বলেন, রাজনীতি করতে হলে রাজভবন ছাড়ুন রাজ্যপাল৷ বাংলায় রাজ্যপাল রাজনীতি করছেন৷ কেন্দ্রের এজেন্ট হিসেবে কাজ করছেন রাজ্যপাল৷ তৃণমূল সাংসদের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন রাজ্যপাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *