পুলিশের চাকরি ছেড়ে নাটক করুন, বার্তা মুখ্যমন্ত্রীর

ইংরেজবাজার: বাংলা পুলিশকে আরও রাফ অ্যান্ড টাফ হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তা না হলে পুলিশের চাকরি ছেড়ে নাটক করে গানের দল করার পরামর্শ মুখ্যমন্ত্রীর৷ এমনিতেই বাংলার পুলিশের ‘অতি সক্রিয়তা’, ‘ব্যালেন্স’ করে চলাল চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেলিনে রাজ্যের খোদ স্বরাষ্ট্রমন্ত্রী৷ এবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নয়া বার্তায় তোলপাড় পুলিশ মহল৷ মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে

fcd4dceddc272a2b6a7f406939d1a760

পুলিশের চাকরি ছেড়ে নাটক করুন, বার্তা মুখ্যমন্ত্রীর

ইংরেজবাজার: বাংলা পুলিশকে আরও রাফ অ্যান্ড টাফ হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর তা না হলে পুলিশের চাকরি ছেড়ে নাটক করে গানের দল করার পরামর্শ মুখ্যমন্ত্রীর৷

এমনিতেই বাংলার পুলিশের ‘অতি সক্রিয়তা’, ‘ব্যালেন্স’ করে চলাল চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেলিনে রাজ্যের খোদ স্বরাষ্ট্রমন্ত্রী৷ এবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর নয়া বার্তায় তোলপাড় পুলিশ মহল৷ মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান, মালদহে পথ দুর্ঘটনা বাড়চ্ছে কেন? পুলিশ সুপার অলোক রাজোরিয়া তাঁর মতামত জানাতে গেলে মুখ্যমন্ত্রী থামিয়ে দেন৷ মালদহে অবরোধ প্রসঙ্গে ঝাড়খণ্ড দিশম পার্টিকে কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী৷ এরা পথ অবরোধ করে কী করে? মুখ্যমন্ত্রীর প্রশ্নে পুলিশ সুপার উত্তর দেওয়ার চেষ্টা করেন৷

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দু’একটা লোকের জন্য সমস্যা তৈরি হচ্ছে৷ এরা কত বড় নেতা? এরা অবরোধ করবে, আর পুলিশ ভয় পেয়ে পাবে? এত ভয় তো পুলিশের চাকরি করতে হবে না৷ দরকার হলে পুলিশের চাকরি ছেড়ে নাটক করুন৷ গানের দল করুন৷ একদম সেফ৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *