চিকেন নয়, পাঁঠার মাংস চাই, ‘দিদিকে বলো’য় আবদার কর্মীদের

মহিষাদল: বাংলার রাজনীতিতে ঝড় তুলে দিদিকে বলো কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিদিকে বলো কর্মসূচি ঘোষণা হতে না হতেই তুমুল আগ্রহ ছড়িয়েছিল গোটা বাংলাজুড়ে৷ অভিযোগ, মতামত জনানোর চাপে কার্যত অচল হয়ে বসেছিল দিদিকে বলার যন্ত্র৷ পরে যদিও তা ঠিক করে দেওয়া হয়৷ দিদিকে বলো কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত চলছে সেই

50de27e17823aa743922f3efaa87df23

চিকেন নয়, পাঁঠার মাংস চাই, ‘দিদিকে বলো’য় আবদার কর্মীদের

মহিষাদল: বাংলার রাজনীতিতে ঝড় তুলে দিদিকে বলো কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিদিকে বলো কর্মসূচি ঘোষণা হতে না হতেই তুমুল আগ্রহ ছড়িয়েছিল গোটা বাংলাজুড়ে৷ অভিযোগ, মতামত জনানোর চাপে কার্যত অচল হয়ে বসেছিল দিদিকে বলার যন্ত্র৷ পরে যদিও তা ঠিক করে দেওয়া হয়৷ দিদিকে বলো কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত চলছে সেই কর্মসূচি৷ দিদিকে বলো কর্মসূচিতে ফোন করে কেউ পেয়েছেন বাড়ি, কেউ পেয়েছেন অর্থসাহায্য৷ কেউবা কোন উত্তর না পেয়ে হয়েছেন হতাশ হয়েছেন৷ কিন্তু মহিষাদলের দিদিকে বলো কর্মসূচিতে ঘটল অভিনব দাবি৷

গত মঙ্গলবার বিকেল পাঁচটায় মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিদিকে বলো কর্মসূচির আয়োজন করা হয়৷ লাক্ষ্যা ২ নম্বর অঞ্চল অঞ্চলে পাঁচি স্বপন মাঝির বাড়িতে দিদিকে বলো কর্মসূচির আয়োজন করা হয়৷ বাঁধা হয় মঞ্চ৷ ডাকা হয় স্থানীয় বাসিন্দাদের৷ মঞ্চ আলো করে বসে ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ ভিড় জমান কর্মীরাও৷ কিন্তু, অনুষ্ঠান শুরু হতে না হতেই তৃণমূল কর্মীদের তরফে উঠল অভিনব দাবি৷

এদিনের কর্মসূচি উপলক্ষ্যে খানাপিনার আয়োজন করা হয়৷ মুরগির মাংস-ভাত দেওয়া হলেও কর্মীরা সাফ জানিয়ে দেন, তাঁরা তা খাবেন না৷ দিতে হবে পাঁঠার মাংসের ঝোল৷ তৃণমূল কর্মীদের অদ্ভুত আবদারে বেশ বিড়ম্বনায় পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ সাময়িক অস্বস্তি কাটিয়ে নেতৃত্বের দাবি, কর্মীরা চেয়েছেন তাই পরবর্তী অনুষ্ঠানে চিকেনের বদলে দেওয়া হবে মটন৷

কিন্তু হঠাৎ কেন এই আবদার? শোনা যাচ্ছে, ওই অঞ্চলে যে কোন অনুষ্ঠান হলে গ্রামবাসীদের ডেকে পেট ভরে খাওয়ানোর চল রয়েছে৷ সেই অনুযায়ী মঙ্গলবার রাতেও দিদিকে বলো কর্মসূচি উপলক্ষ্যে বিশাল ভুরিভোজের আয়োজন করা হয়েছিল৷ ভাত-ডাল, সবজি ও চিকেন৷ কিন্তু চিকেন পাতে পড়তেই তৃণমূল কর্মীদের তরফে আওয়াজ ওঠে, চিকেন নয়৷ চাই মটন৷ তৃণমূল কর্মীদের দাবি মেনে প্রতিশ্রুতি দিতে ছাড়েননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী কর্মসূচিতে তাঁদের অবশ্যই মটন ভাতি খাওয়ানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *