স্ত্রীর ভোটে নিজেই দিলেন বিজেপি প্রার্থী, জয়কে হেনস্থা তৃণমূলের

কলকাতা: ভোট হবে আর অশান্তি হবে না, এমন নজির বাংলায় খুঁজে পাওয়া বিরল৷ আর সেই অশান্তির ধারাবাহিকতায় বজায় থাকল মাত্র তিন কেন্দ্রের উপ-নির্বাচনেও৷ খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জে ভোট শুরু হতেই দফায় দফায় ছড়িয়েছে উত্তেজনা৷ প্রার্থীকে ঘাড় ধাক্কা থেকে শুরু করে কালো পতাকা, পুলিশ-বাহিনীর লাঠিচার্জ৷ কিছুই বাদ গেল না উপ-নির্বাচনেও৷ উপ-নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে দফায়

স্ত্রীর ভোটে নিজেই দিলেন বিজেপি প্রার্থী, জয়কে হেনস্থা তৃণমূলের

কলকাতা: ভোট হবে আর অশান্তি হবে না, এমন নজির বাংলায় খুঁজে পাওয়া বিরল৷ আর সেই অশান্তির ধারাবাহিকতায় বজায় থাকল মাত্র তিন কেন্দ্রের উপ-নির্বাচনেও৷ খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জে ভোট শুরু হতেই দফায় দফায় ছড়িয়েছে উত্তেজনা৷ প্রার্থীকে ঘাড় ধাক্কা থেকে শুরু করে কালো পতাকা, পুলিশ-বাহিনীর লাঠিচার্জ৷ কিছুই বাদ গেল না উপ-নির্বাচনেও৷

উপ-নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় তপ্ত হয়ে ওঠে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের ৩ বিধানসভা কেন্দ্র৷ কখনো বিজেপি প্রার্থী কে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ, কখনও আবার সেই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ৷ কখনও আবার নিজের স্ত্রীর ভোট ইভিএমের বোতাম চেপে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী৷ কোথাও আবার ইভিএমের পেছনে লাগানো হল আয়না৷ যাতে দূর থেকে ভোটারদের ওপর নজরদারি চালানো যায়৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে৷

আজ সাকালে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী কমল সরকার তাঁর স্ত্রীর ভোট নিজে হাতেই ইভিএমের বোতাম পিটদেন৷ স্ত্রীকে পাশে দাঁড়করিয়ে স্ত্রীর ভোট নিজে দিয়ে বিতর্কে জড়িয়েছেন ওই বিজেপি প্রার্থী৷ ঘটনার পর জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷ এই ঘটনায় প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন৷ নির্বাচন বিধি ভাঙলেও এখনও প্রার্থীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন৷

অন্যদিকে, করিমপুরে সাহেবপাড়ায় বিজেপি প্রার্থীকে ঘিরে গো ব্যাক স্লোগান উঠেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের৷ করিমপুরে বিজেপি এজেন্টকে অপহরণের অভিযোগ উঠেছে৷ বাহিনীর সঙ্গে বসচার অভিযোগ৷ বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘাড় ধাক্কা, কালো পতাকা ও বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে৷ সকাল থেকে লাগাতার আশান্তি থাকলেও করিমপুর কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছে৷ খড়্গপুর উপনির্বাচনে পুরসভা বুথে ইভিএম মেশিনের কাছে আয়না থাকায় প্রতিবাদ জানিয়েছেন বিজেপি প্রার্থী৷ কমিশনের নির্দেশে পরে তা ঢাকা দেওয়া হয়৷

আজ খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ তৃণমূল-বিজেপি-বাম-কংগ্রেস জোটের শক্তি পরীক্ষার লড়াই৷ তিন কেন্দ্রের অধিকাংশ বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ এখনও পর্যন্ত ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =