দেখা হলেও কথা হল না রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, জারি নয়া সংঘাত

কলকাতা: ফের নবান্ন-রাজভবনের সংঘাত এবার ধরা দিল বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানেও৷ রাজ্যের আমন্ত্রণে অংশ নিয়ে রাজ্যপাল বিধানসভায় হাজির হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বললেন না কথা৷ বিধানসভায় দু’দুবার রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মুখোমুখি দেখা হলেও উভয় উভয়কে গেলেন এড়িয়ে৷ হল না কোনও কথা৷ আজ সংবিধান দিবসে বিধানসভা ও রাজভবনে পৃথক পৃথক ভাবে সংবিধান দিবসের আয়োজন করা হয়৷ রাজ্যের আনন্ত্রণে সাড়া

দেখা হলেও কথা হল না রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর, জারি নয়া সংঘাত

কলকাতা: ফের নবান্ন-রাজভবনের সংঘাত এবার ধরা দিল বিধানসভায় সংবিধান দিবসের অনুষ্ঠানেও৷ রাজ্যের আমন্ত্রণে অংশ নিয়ে রাজ্যপাল বিধানসভায় হাজির হলেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বললেন না কথা৷ বিধানসভায় দু’দুবার রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর মুখোমুখি দেখা হলেও উভয় উভয়কে গেলেন এড়িয়ে৷ হল না কোনও কথা৷

আজ সংবিধান দিবসে বিধানসভা ও রাজভবনে পৃথক পৃথক ভাবে সংবিধান দিবসের আয়োজন করা হয়৷ রাজ্যের আনন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যপাল বিধানসভায় হাজির হলেও কথা হল না রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর৷ সংবিধান দিবসে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর এহেন সাক্ষাৎকার রাজ্য রাজনীতিতে নজিরবিহীন বলেই মত পর্যবেক্ষক মহলের৷

সংবিধান দিবসে উভয়ের মধ্যে কথা না হলেও সংঘাত জারি ছিল অনুষ্ঠানেও৷ বিধানসভায় ভাষণ দিতে দিতে রাজ্যের বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল৷ একই সঙ্গে মোদি সরকারের প্রশাংসাও করেন তিনি৷ পাল্টা সুযোগ হাতছাড়া করেননি মুখ্যমন্ত্রী৷ সংবিধান রক্ষার কথা বলতে গিয়ে রাজ্যপালের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷

রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সংঘাতের আবহে এদিন সংবিধান দিবস বয়কট করেন বাম-কংগ্রেসের বিধায়করা৷ যাঁরা সংবিধান হাতে নিয়ে গণতন্ত্রকে ভুলুন্ঠিত করে, তাঁদের ভাষণ শোনার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ একই মত প্রকাশ করেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 2 =