লখনউ: রাজ্যজুড়ে উল্লেখযোগ্য হারে বাড়ছে ধর্ষণ এবং অন্যান্য নারী নির্যাতনের ঘটনা। আর তাই রাজ্যের নারীদের সার্বিক নিরাপত্তায় আজব নিদান দিল উত্তরপ্রদেশ সরকার। জানা যাচ্ছে রাজ্যের মহিলাদের সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে সম্প্রতি যোগী সরকার নতুন কিছু বিধিনিষেধ জারি করেছে। যেখানে বলা হয়েছে কোনও মহিলাকে ভোর ছটা কিংবা তার আগে এবং সন্ধ্যে সাতটার পর জোর করে কাজ করানো যাবে না। সেক্ষেত্রে যদি ওই মহিলার নিজস্ব সম্মতি থাকে তবেই একমাত্র তাঁরা সন্ধ্যা সাতটার পর কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতে পারবেন। সম্প্রতি যোগী সরকারের নতুন এই বিধি নিষেধের কথা সামনে আসতেই ফের নতুন করে মাথাচাড়া দিয়েছে সমালোচনা এবং বিতর্ক। সমালোচকদের একাংশের মত, যোগী সরকার উল্টো হাতে নাক ধরে এটাই বোঝানোর চেষ্টা করছে যে মেয়েরা সন্ধ্যেবেলা কিংবা রাতে বাড়ির বাইরে থাকার কারণেই বাড়ছে ধর্ষণ কিংবা অন্যান্য নারী নির্যাতনের ঘটনা।
উল্লেখ্য শনিবার যোগী সরকারের তরফ থেকে মহিলাদের সুরক্ষার্থে বেশকিছু বিধি নিষেধের কথা জানিয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘কোন মহিলাকে সকাল ছটা কিংবা তার আগে ও সন্ধ্যা সাতটার পর অফিসে বসিয়ে বলপূর্বক কাজ করানো যাবে না। সেক্ষেত্রে কাজ করাতে হলে ওই মহিলার লিখিত সম্মতি নিতে হবে। এছাড়া সকাল ছটার আগে কোনও মহিলাকে যদি অফিসে আসতে বলা হয় তাহলে সংশ্লিষ্ট সংস্থাকেই মহিলার জন্য বাড়ি থেকে কর্মস্থলে আসার ব্যবস্থা করে দিতে হবে। বাড়ি ফেরার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে সংশ্লিষ্ট সংস্থার জন্য।’
এছাড়া ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘কোনও সংস্থা কোনও মহিলাকে একা নাইট ডিউটিতে রাখতে পারবে না। সেক্ষেত্রে একসঙ্গে চার, পাঁচ জন মহিলাকে অফিসে রাখতে হবে। এছাড়া বলা হয়েছে নাইট ডিউটি চলাকালীন সমস্ত মহিলা কর্মীদের জন্য খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করবে সংশ্লিষ্ট সংস্থাই। সেক্ষেত্রে তাঁদের শৌচ কর্মের জন্য যাতে অফিসের বাইরে বেরোতে না হয় তাই অফিসের মধ্যেই রাখতে হবে ওয়াশরুম। এছাড়া তাদের নির্দিষ্ট সময় বাড়ি থেকে অফিস পৌঁছে দেওয়া এবং অফিস থেকে বাড়ি ফেরানোর ক্ষেত্রেও বিনামূল্যে ক্যাব কিংবা অন্যান্য যানবাহনের ব্যবস্থা করে দিতে হবে সংস্থাকে।