মালদহে কি আদৌ ধর্ষণ হয়েছে? জবাব ‘লজ্জিত’ মমতার

কলকাতা: অবশেষে মালদহে তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশকে দিলেন তদন্তের নির্দেশ৷ আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস মঞ্চ থেকেই মালদহে তরুণী হত্যার ঘটনায় ‘লজ্জিত’ বলেও মন্তব্য করেন মমতা৷ বলেন, ‘‘মনে রাখবেন আমি কোন মহিলাদের ওপর অত্যাচার সহ্য করি না৷ হায়দ্রাবাদের থেকে শুরু করে উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া

মালদহে কি আদৌ ধর্ষণ হয়েছে? জবাব ‘লজ্জিত’ মমতার

কলকাতা: অবশেষে মালদহে তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশকে দিলেন তদন্তের নির্দেশ৷ আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে সংহতি দিবস মঞ্চ থেকেই মালদহে তরুণী হত্যার ঘটনায় ‘লজ্জিত’ বলেও মন্তব্য করেন মমতা৷

বলেন, ‘‘মনে রাখবেন আমি কোন মহিলাদের ওপর অত্যাচার সহ্য করি না৷ হায়দ্রাবাদের থেকে শুরু করে উন্নাওয়ের ঘটনা আমাকে নাড়া দিয়েছে৷ আমি এইসব কথা সহজে বলি না৷ কীভাবে তাকে পুড়িয়ে মারার চেষ্টা হল৷ মেয়েটার ৯০ শতাংশ পুড়ে গিয়েছে৷ এক কিলোমিটার দূরে সাহায্যের জন্য ছুটে গিয়েছিল৷ কেউ তাঁকে সাহায্য করেনি৷ এটা আমাকে দুঃখ দেয়৷ কখনও কখনও এক একটা ঘটনা ঘটে যায়৷ যে ঘটনা আমরা কখনও সমর্থন করি না৷ কিন্তু মনে রাখবেন এর জন্য আইন শক্তিশালী হওয়া উচিত৷ আমরা যখন ক্ষমতায় এসে ছিলাম তখন দক্ষিণ দিনাজপুরে একটা ধর্ষণ মামলায় তিন দিনের মধ্যে আমরা চার্জশিট দিয়েছিলাম৷ আমাদের এখানে ৮৫ টা ফাস্ট ট্রাক কোর্ট আছে৷ তার মধ্যে ৪৫ টা মহিলা ফাস্টট্রাক আদালত আছে৷’’

মালদহের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমার পুলিশের কাছে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন থাকবে, এই ধরনের কেস হলে সঙ্গে সঙ্গে সঙ্গে একই অভিযুক্তকে ধরে চার্জশিট দিতে হবে৷ যত দ্রুত সম্ভব৷ ৩ থেকে ১০ দিনের মধ্যে তা করতে হবে৷ অভিযুক্তদের বিরুদ্ধে অ্যাকশন হবে৷ পুলিশ তার কাজ করবে৷ বিচারালয়ে বিচার হবে৷ এটা আমাদের শক্তিশালী আইন করতে হবে৷’’

নাম না করে স্মৃতি ইরানিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপির একজন মন্ত্রী তার মাথা ঠিক নেই৷ আমি কি করতে পারি বলুন৷ আমি শুনেছি, মালদহে একটা ঘটনা ঘটেছে৷ মালদায় কী হচ্ছে, দেখে আসুন৷ ওখানকার ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত সেখানে কি ঘটনা ঘটেছে সেটাকে তো জানতে হবে৷ আমাদের পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে৷ ধর্ষণের ঘটনা কিনা এটা আমাকে পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানতে হবে৷ তারপর আমি বলতে পারব৷ কারণ, আমি ওটা এখনও নিশ্চিত নই৷ কিন্তু মেয়েটা মারা গিয়েছে৷ এটা ঠিক৷ সেই জন্য যা যা ব্যবস্থা নেওয়ার, প্রত্যেকটা নেবে পুলিশ৷ এটা কী ঘটনা আমাদের দেখতে হবে৷ এই ঘটনায় আমরা লজ্জা পাই৷ কিন্তু মনে রাখবেন, কিছু কিছু বর্ডার এলাকায় এই ধরনের ঘটনা সংঘটিত হয়৷ সেই ঘটনাগুলি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 6 =