১১ জন ভারতীয় ছিলেন নেপালের ওই অভিশপ্ত বিমানে? বাড়ছে উদ্বেগ

১১ জন ভারতীয় ছিলেন নেপালের ওই অভিশপ্ত বিমানে? বাড়ছে উদ্বেগ

পাটনা: যত সময় অতিবাহিত হচ্ছে ততই নেপালের বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ এবং আতঙ্ক বাড়ছে দেশজুড়ে। প্রসঙ্গত, রবিবার সকালেই নেপালের আকাশ থেকে হঠাৎ উধাও হয়ে যায় ১৯ জন যাত্রী এবং তিনজন কেবিন ক্রুসহ একটি যাত্রীবাহী বিমান। পরে সোমবার সকালে নেপালের এক পার্বত্য অঞ্চলে সেই বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার হয়। এই বিমান নিখোঁজ হওয়ার প্রথম থেকেই খবর মেলে যে, বিমানে ছিলেন মহারাষ্ট্রের একই পরিবারের ৪ সদস্য। এই দুর্ঘটনায় তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় সামনে এল আরও একটি উদ্বেগজনক তথ্য। জানা যাচ্ছে, রবিবার বিকেল থেকেই নিখোঁজ বিহারের ধনুসা জেলার বাসিন্দা একই পরিবারের ৭ জন সদস্য। সম্প্রতি তাঁরাও নেপালে বেড়াতে গিয়েছিলেন এবং রবিবার সকালে তাঁদের মুক্তিনাথ দর্শনে যাওয়ার কথা ছিল। কিন্তু দুপুরের পর থেকে ওই পরিবারের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তারপর থেকেই তাঁদের কোনও খোঁজ নেই বলে পরিবার সূত্রে খবর। স্থানীয়দের দাবি, নেপালের দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানেই ছিলেন বিহারের এই পরিবারের সাত সদস্য।

জানা যাচ্ছে, রবিবার সকালে নেপালের পোখারা থেকে মুক্তিনাথ দর্শনের জন্য বিমানে উঠেছিলেন রাজনকুমার গোলে, তাঁর বাবা বাহাদুর গোলে, মা রামায়া গোলে, কাকা পুরুষোত্তম গোলে, কাকিমা তুলসিদেবী, মামা মকর বাহাদুর এবং সুকুমায়া তমাল। কিন্তু তারপর থেকে তাঁদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিকে রবিবার সকাল দশটা নাগাদই পোখারা থেকে জনসমের জন্য রওনা দেয় নেপালের ওই দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বিমানটি। দুরঘত্নাগ্রস্থ ওই বিমানটিকে শেষবার দেখা গিয়েছিল নেপালের মুকস্তাঙ্গের কাছে জনসমের আকাশে। কিন্তু জনসমে অবতরণ করার আগেই বিমানটি ধবলগিরি পাহাড়ের দিকে ঘুরে যায় এবং বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সোমবার সকালে নেপালের ওই পার্বত্য অঞ্চল থেকে দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। তবে বিমানে থাকা যাত্রীদের কি পরিণতি হয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে নেপাল সরকার সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্থ ওই যাত্রীবাহী বিমানের ২২ জন যাত্রীদের মধ্যে চারজন ভারতীয় ছাড়াও ছিলেন দুজন জার্মান, ১৩ জন নেপালি এবং তিনজন বিমানকর্মী। বিহারের নিখোঁজ পরিবারের কোনও সদস্য বিমানে ছিলেন কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পরিবারের দাবি নিখোঁজ ওই সদস্যরাও ছিলেন ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 8 =