সারদা-নারদা অতীত! বাংলা এখন ‘দুর্নীতিমুক্ত’, ঘোষণা মমতার

কলকাতা: সারদা থেকে নারদা৷ শিক্ষক নিয়োগে এসএসসি কিংবা কর্ম নিযোগে লাগাম ছাড়া বেনিয়ম৷ সে সব না এখন অতীত৷ কারণ, দেশের মধ্যে অন্যতম দুর্নীতিমুক্ত রাজ্য বাংলা৷ টুইট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাও আবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে৷ সম্প্রতি লোকাল সার্কেলস ও ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সমীক্ষা চালিয়ে জানিয়েছে, চলতি বছরে দেশের দুর্নীতমুক্ত রাজ্যগুলির মধ্যে বেশ উজ্বল স্থানে

সারদা-নারদা অতীত! বাংলা এখন ‘দুর্নীতিমুক্ত’, ঘোষণা মমতার

কলকাতা: সারদা থেকে নারদা৷ শিক্ষক নিয়োগে এসএসসি কিংবা কর্ম নিযোগে লাগাম ছাড়া বেনিয়ম৷ সে সব না এখন অতীত৷ কারণ, দেশের মধ্যে অন্যতম দুর্নীতিমুক্ত রাজ্য বাংলা৷ টুইট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তাও আবার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে৷

সম্প্রতি লোকাল সার্কেলস ও ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া সমীক্ষা চালিয়ে জানিয়েছে, চলতি বছরে দেশের দুর্নীতমুক্ত রাজ্যগুলির মধ্যে বেশ উজ্বল স্থানে রয়েছে বাংলা৷

সমীক্ষা রিপোর্ট উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লিখিছেন, ‘‘আজ আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস৷ আপনারা জেনে খুশি হবেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া এবং লোকাল সার্কেলের ভারত দুর্নীতি সমীক্ষায় ২০১৯ অনুসারে, বাংলা ভারতের সবচেয়ে কম-দুর্নীতিগ্রস্থ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছে৷ সকলকে আমার শুভেচ্ছা৷’’
সমীক্ষায় বলা হয়েছে, দেশের দুর্নীতি শীর্ষে রয়েছে রাজস্থান৷ দ্বিতীয় স্থানে বিহার৷ তৃতীয় উত্তরপ্রদেশ, চতুর্থ ঝাড়খণ্ড৷ এরপর রয়েছে তেলঙ্গানা, পঞ্জাব ও তামিলনাড়ু৷ ওই রিপোর্টে বলা হয়েছে, দেশে সব থেকে কম দুর্নীতি রয়েছে বাম শাসিত কেরালে৷ দুর্নীতিমুক্ত রাজ্যগুলির তালিকায় বাংলার পাশাপাশি রয়েছে গোয়া৷ গুজরাট৷ হরিয়ানা৷ দিল্লি৷ ২০টি রাজ্যের মধ্যে ২৪৮টি জেলায় সমীক্ষা চালিয়ে এই ফলাফল ঘোষণা করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =