CAB-র প্রতিবাদে জ্বলছে বাংলা! শান্তির বার্তা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জ্বলছে গোটা উত্তর-পূর্ব ভারত৷ অসমে জারি কার্ফু৷ নেমেছে সেনা৷ এবার অসমের বিক্ষোভের আগুন ছড়াল বাংলায়৷ রেল স্টেশন ভাঙচুর করে তাণ্ডব৷ রেল লাইনে আগুন জ্বালিয়ে বেপরোয়া জঙ্গি আন্দোলন৷ জাতীয় সড়ক অবরোধ, থামানো হল অ্যাম্বুলেন্স৷ কালো পতাকা হাতে আগুন জ্বালিয়ে CAB-র বিরুদ্ধে জঙ্গি আন্দোলন এবার ছড়িয়ে পড়ল বাংলায়৷ মুর্শিদাবদ থেকে উলুবেড়িয়া, নাগরিকত্ব

CAB-র প্রতিবাদে জ্বলছে বাংলা! শান্তির বার্তা রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর

কলকাতা: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জ্বলছে গোটা উত্তর-পূর্ব ভারত৷ অসমে জারি কার্ফু৷ নেমেছে সেনা৷ এবার অসমের বিক্ষোভের আগুন ছড়াল বাংলায়৷ রেল স্টেশন ভাঙচুর করে তাণ্ডব৷ রেল লাইনে আগুন জ্বালিয়ে বেপরোয়া জঙ্গি আন্দোলন৷ জাতীয় সড়ক অবরোধ, থামানো হল অ্যাম্বুলেন্স৷ কালো পতাকা হাতে আগুন জ্বালিয়ে CAB-র বিরুদ্ধে জঙ্গি আন্দোলন এবার ছড়িয়ে পড়ল বাংলায়৷ মুর্শিদাবদ থেকে উলুবেড়িয়া, নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ফের অগ্নিগর্ঘ বাংলা৷ শান্তি বজায় রাখার বার্তা রাজ্যপাল জগদীপ ধনকর ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

রাজ্যপাল আবেদন করেছেন, শান্তি বজায় রাখুন৷ আইন হাতে তুলে নেবেন না৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গণতান্ত্রিক পদ্ধতিতে মেনে প্রতিবাদ করুন৷ রেল ও সড়ক অবরোধ করবেন না৷ প্রশাসনের তরফেও সবাইকে শান্ত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে৷ এমন কোনও ঘটনা ঘটাবেন না, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বাধাপ্রাপ্ত হয়৷ শান্তি ও সম্প্রীতি অটুট থাকুক৷ শীর্ষেন্দু মুখোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, শান্তি বজায় রাখুন৷ হিংসার পথ ছেড়ে শান্তির পথ ধরুন আমার প্রিয় রাজ্যবাসী৷

শান্তি ও সম্প্রীতির বার্তা জারি হলেও কিছুতেই থাকছে না বেলডাঙা৷ নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে এবার জ্বলল আগুন৷ মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন জ্বালিয়ে তান্ডব উন্মত্ত জনতা৷ সংখ্যালঘু প্রভাবিত বেলডাঙার স্টেশন ভাঙচুর করে রেল লাইনের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ৷ গাড়ি ভাংচুরের অভিযোগ৷ এনআরসির ও ক্যাবের প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ৷

মুর্শিদাবাদ ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ৷ বেলডাঙ্গা জাতীয় সড়কে অবরোধ করেন স্থানীয়রা৷ অ্যাম্বুলেন্সের ওপর চড়াও হন উন্মত্ত জনতা৷ আগুন জালানো হয় জাতীয় সড়কের উপর৷ থমকে যায় যান চলাচল৷ একইসঙ্গে বেলডাঙার স্টেশন ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় আগুন৷ পরে ঘটনাস্থলে যায় পুলিশ৷

বেলডাঙ্গার পাশাপাশি উলুবেড়িয়ায় নাগরিকত্ব সংশোধনী বিরোধী আগুন ছড়িয়েছে৷ গুরুতর জখম হয়েছেন ট্রেনচালক৷ ট্রেনের যাত্রীদের লক্ষ্য করে ছোড়া হয়েছে পাথর৷ আজ বুধবার উলুবেরিয়া রেললাইন সংলগ্ন এলাকায় বিশাল জামায়াত করেন সংখ্যালঘু শ্রেণীর মানুষ৷ সেখানে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা৷ নেমে আসেন রেললাইনের ওপর৷ সেখানে অবিচারে নির্বিচারে যাত্রীবাহী ট্রেনকে লক্ষ্য ছোড়া হয় পাথর৷

উলুবেরিয়া রেল অবরোধের জেরে থমকে অন্তত ২০টি এক্সপ্রেস৷ বন্ধ রেল চলাচল৷শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখা থেকে শুরু করে হাওড়া-খড়্গপুর শাখায় রেল যোগাযোগ পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ৷ বেলডাঙায় জখম পাঁচ আরপিএফ৷ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শুক্রবার দুপুরে সংখ্যালঘুদের মিছিল ও অবরোধের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল পার্কসার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং৷ সাত দিকের রাস্তা বন্ধ৷

অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল এবার আইনে পরিণত হয়েছে৷ কিন্তু রাজ্যে এই আইন কার্যকর হতে দেবেন না বলেই অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই শুক্রবার এনআরসি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র৷ আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তুলতে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷

রাস্তায় নেমে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় প্রতিবাদ জানাবে দল৷ কর্মসূচি অনুযায়ী রবিবার ছুটির দিন প্রতি জেলায় জেলায় প্রতিবাদ মিছিল করবেন দলের কর্মী ও সদস্যরা৷ সোমবার বেলা ১ টায় আম্বেদকর মূর্তির পাদদেশে থেকে জোড়াসাঁকো পর্যন্ত এনআরসি আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে তৃণমূল৷ মঙ্গলবার প্রতিবাদ মিছিল হবে যাদবপুর থেকে৷ এদিকে বর্তমান পরিস্থিতিতে ১৭ ডিসেম্বরের দিল্লি সফর বাতিল করেছেন মুখ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eleven =