পুলিশের অনুমতি ছাড়া বাংলাজুড়ে বিদ্রোহের ঘোষণা দিলীপের

কলকাতা: নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘উগ্রপন্থীদের দালাল’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ৷ তাঁর মন্তব্য, মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে মনে হচ্ছে, তিনি যেন উগ্রপন্থীদের ভাষায় কথা বলছেন৷ যা কখনই হওয়া উচিত ছিল না৷ পশ্চিম মেদিনীপুরে বিজেপি সাংসদের আরও মন্তব্য, ‘‘আন্দোলন করার অধিকার সবার আছে৷ তবে তা গনতান্ত্রীক ভাবে হওয়া উচিত৷ এরাজ্যের আন্দোলন ধ্বংসাত্বক চেহারা নিয়েছে৷ তারপরেও

পুলিশের অনুমতি ছাড়া বাংলাজুড়ে বিদ্রোহের ঘোষণা দিলীপের

কলকাতা: নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ‘উগ্রপন্থীদের দালাল’ বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ৷ তাঁর মন্তব্য, মুখ্যমন্ত্রীর ভাষণ শুনে মনে হচ্ছে, তিনি যেন উগ্রপন্থীদের ভাষায় কথা বলছেন৷ যা কখনই হওয়া উচিত ছিল না৷
পশ্চিম মেদিনীপুরে বিজেপি সাংসদের আরও মন্তব্য, ‘‘আন্দোলন করার অধিকার সবার আছে৷ তবে তা গনতান্ত্রীক ভাবে হওয়া উচিত৷ এরাজ্যের আন্দোলন ধ্বংসাত্বক চেহারা নিয়েছে৷ তারপরেও রাজ্য সরকার নিশ্চুপ৷ তোষণ নিতীর জন্য সরকার এদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে পারেনি৷’’

রাজ্যে হিংসার অভিযোগ তুলে শাসক দলের নেতাদের গ্রেপ্তারির দাবিতে সরব হয়েছেন দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতারা আন্দোলনের পিছনে ছিল৷ তারাই মূলত আন্দোলন পরিচালনা করেছেন৷’’ সোমবার নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ দাবি করেন, হিংসায় অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করতে হবে৷’’

দিলীপের আরও হুঁশিয়ারি, ‘‘আমরা নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে রাস্তায় নামব৷ ওরা যদি আইনের বিরুদ্ধে তাণ্ডব করতে পারে, আমরাও আইনের পক্ষে নামব পুলিশের অনুমতি ছাড়া৷ ওরা যদি পুলিশের অনুমতি ছাড়া তাণ্ডব করতে পারে, আমরা কেন পুলিশের অনুমতি ছাড়া পথে নামতে পারব না৷ আমরাও নামব৷ যে সরকার দেশের আইন মানে না, সেই সরকারকে আমরা মানি না৷ আমরা আমাদের ইচ্ছা মতো সারা রাজ্যে আন্দোলন করব৷ যদি সরকারের ক্ষমতা থাকে, রুখে দেখাক৷ উনি দেশদ্রোহীদের সুযোগ দিয়েছে, আমরা দেশের স্বার্থে পথে নামব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =