কলকাতা: পার্ক সার্কাসে রাস্তা অবরোধ করে উদ্দেশ্যে প্রনোদিতভাবে প্রতিবাদ-বিক্ষোভের অভিযোগে গ্রেফতার এআইএমআইএম নেতা জামিরুল হাসান৷ সোমবার অবরোধ স্থল থেকে তাঁকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ৷ তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা সৃষ্টি করা, জোর করে আটক করে রাখা, উস্কানিমূলক বক্তব্য পেশ করার মত একাধিক ধারায় অভিযোগ রয়েছে৷ জেলায় জেলায় তাণ্ডব চালানোর দায়ে ইতিমধ্যেই ৩৫৪ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ৷ চালু হয়েছে হেল্পলাইন নম্বর৷
এনআরসি ও সিএএ’র বিরোধিতায় প্রতিবাদ বিক্ষোভে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ভূমিকার কথা ইতিমধ্যেই ইঙ্গিতে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ করেছেন তীব্র কটাক্ষ৷ আন্দোলনকারীদের পোষাক নিয়েও তীব্র আক্রমণ করতেও ছাড়েননি খোদ দেশের প্রধানমন্ত্রী৷
আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে মরিয়া এআইএমআইএম৷ সম্প্রতি প্রচারের কাজ শুরু করার লক্ষ্যে একাধিক কর্মসূচি পরিকল্পনার কথা জানিয়েছেন পশ্চিমবঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা জামিরুল হাসান৷ এখন কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে এই চরম বিরোধিতার পরিস্থিতিতে স্বভাবতই নিজেদের মাটি আরও শক্ত করতে মরিয়া প্রচেষ্টা চালাবে এআইএমআইএম৷
পাল্টা আবার নাম না করে এই বিক্ষোভকারীদের ‘বিজেপি পোষিত’ এআইএমআইএম প্রধাণ আসাউদ্দিন ওয়াইসির মদতপুষ্ট বলেই উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি সকল ধর্মের মানুষকেই কোনোরকম প্ররোচনায় সাড়া না দিয়ে, শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানিয়েছেন তিনি৷