মমতা আজ অসমের বাঙালীদের পাশে নেই কেন? প্রশ্ন দিলীপের

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের বাঙালীদের পাশে এখন নেই কেন? প্রসঙ্গ তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ সোমবার বলেছেন, যে আইন হয়েছে, তাতে বলা হয়েছে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া যাবে৷ এটা সরকারের অধিকারের মধ্যে পড়ে৷ অসমেও গণ্ডোগোল৷ ওখানে বাঙালিদের বিরুদ্ধেই আন্দোলন চলছে৷ এর আগে কাশ্মীরে বাঙালী মারা গেল, দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) চেঁচামেচি করেছেন৷ কিন্তু অসমে

মমতা আজ অসমের বাঙালীদের পাশে নেই কেন? প্রশ্ন দিলীপের

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসমের বাঙালীদের পাশে এখন নেই কেন? প্রসঙ্গ তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপ সোমবার বলেছেন, যে আইন হয়েছে, তাতে বলা হয়েছে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া যাবে৷ এটা সরকারের অধিকারের মধ্যে পড়ে৷ অসমেও গণ্ডোগোল৷ ওখানে বাঙালিদের বিরুদ্ধেই আন্দোলন চলছে৷ এর আগে কাশ্মীরে বাঙালী মারা গেল, দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) চেঁচামেচি করেছেন৷ কিন্তু অসমে বাঙালীরা বিপদে, কেন আপনি এবার যাচ্ছেন না? কারণ আপনি বাঙালীদের পক্ষে নন৷ আপনি বাংলাদেশী বিশেষ সম্প্রদায়ের পক্ষে৷ সেটা পরিষ্কার হয়ে গিয়েছে৷

দিলীপের বক্তব্য, যারা লাফিয়ে, ঝাঁপিয়ে বেড়াচ্ছে তারা কারা তা বোঝা গিয়েছে৷ বোঝা গিয়েছে, এই রাজ্যে কেন সিএবি, সংশোধিত নাগরিকত্ব আইন বা এনআরসি দরকার৷ যারা লাফিয়ে, ঝাপিয়ে বেড়াচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙচূর করছে, তারাই বাংলাদেশি অনুপ্রবেশকারি৷ সরকারি সম্পত্তি এরাই ধ্বংস করছে৷ কেবলমাত্র উত্তরপূর্ব রেল বলছে ১৬ কোটি টাকার সম্পত্তি ধ্বংস হয়েছে৷

দিলীপের আরও বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্যাংকের বিরুদ্ধে পুলিশ কিছু করবে না৷ পশ্চিমবঙ্গের মতো সান্ত পুলিশ কোথাও নেই৷ দিল্লিতে উতপাত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ পশ্চিমবঙ্গের পুলিশ রয়েছে বিজেপির মিছিল আটকানোর জন্য৷ দ্লীপ বলেছেন, দলের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, এই পুলিশকে মেনে চলার দরকার নেই৷ যে সরকার দেসের আইন মানে না, সংসদ মানে না সেই সরকারের পুলিশকে মানার দরকার নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 8 =