গান্ধীনগর: কংগ্রেসের অন্যতম যুবনেতা হার্দিক পাটেল গত সপ্তাহে যখন হাত শিবির থেকে ‘হাত’ তুলেছিলেন তখনই তাঁর বিজেপি যোগের গুঞ্জন শুরু হয়েছিল জোরকদমে। আর সেই সম্ভাবনাই বৃহস্পতিবার সত্যিতে রূপান্তরিত হল যখন গুজরাটের গেরুয়া শিবিরের সদর দপ্তরে গিয়ে এই পাতিদার নেতা হাতে তুলে নিলেন গেরুয়া পতাকা। যাবতীয় আশঙ্কা, সম্ভাবনাকে সত্যিতে রূপান্তরিত করে বিজেপিতে যোগ দিলেন হার্দিক প্যাটেল। শুরু হল তাঁর রাজনৈতিক ক্যারিয়ারের আরও নতুন এক ইনিংস।
উল্লেখ্য গত সপ্তাহে কংগ্রেস শিবির ত্যাগের পর থেকেই হার্দিককে নিয়ে শুরু হয়েছিল জোর রাজনৈতিক চর্চা। রাজনীতিবিদের একাংশের দাবি ছিল কংগ্রেস দলে ক্রমশ গুরুত্ব হারিয়ে ফেলার কারণেই শেষমেষ সনিয়া-রাহুলের উপর থেকে আস্থা হারালেন হার্দিক এবং খুব শীঘ্রই তিনি গেরুয়া শিবিরের নাম লেখাতে চলেছেন। যদিও কংগ্রেস পরিত্যাগের পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে হার্দিক জানিয়েছিলেন আপাতত তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কোনও সম্ভাবনা নেই এবং এই ধরনের কোন চিন্তাভাবনাও তিনি এখনই করছেন না। কিন্তু রাজনৈতিক মহলের একাংশ কার্যত নিশ্চিত ছিল যে, পদ্ম শিবিরেই শেষমেশ যোগ দেবেন হার্দিক। তাঁদের সেই সম্ভাবনাতেই বৃহস্পতিবার সকালে সীলমোহর দিলেন হার্দিক, যখন তিনি নিজেই টুইট বার্তা দিয়ে তাঁর বিজেপিতে যোগদানের কথা জানালেন।
বৃহস্পতিবার সকালে বিজেপিতে যোগদান প্রসঙ্গে হার্দিক পাটেল টুইটারে লেখেন, ‘আমি একজন সাধারণ সৈনিক। নতুন করে কিছু শুরু করতে চাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বে আমি আমার ইচ্ছে পূরণ করতে চাই।’ এর পরেই বৃহস্পতিবার বেলার দিকে গুজরাটে বিজেপির সদর দপ্তরে হাজির হন হার্দিক। তাঁর হাতে তখনই বিজেপির পতাকা তুলে দেন গেরুয়া শিবিরের শীর্ষস্থানীয় নেতৃত্বরা।