মোদীর থেকেই শিখেছিলেন বিশেষ রান্না, আবেগ প্লাবিত বিজেপি কাউন্সিলরের স্ত্রী

মোদীর থেকেই শিখেছিলেন বিশেষ রান্না, আবেগ প্লাবিত বিজেপি কাউন্সিলরের স্ত্রী

নয়াদিল্লি:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ ধরনের খিচুরি রান্না শিখিয়েছেন। এমনটাই দাবি করলেন হিমাচল প্রদেশের কাউন্সিলরের স্ত্রী। চলতি বছরের শেষেই হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচন। সেখানেই সরকারের আট বছরের পূর্তি উৎসবে গিয়েছিলেন মোদি। একটি জনসভাতে বক্তব্য রেখেছিলেন। সেই জনসভার দায়িত্ব থাকা বিজেপি কাউন্সিলরের স্ত্রী বলেন, তাঁকে মোদি বিশেষ ধরনের খিচুরি রান্না শিখিয়েছেন। 

বিজেপি নেতা দীপক শর্মার স্ত্রী সীমা শর্মা জানান, ১৯৯৭ সালে নবরাত্রির সময় তিনি মোদির জন্য খিচুরি রান্না করে খাইয়েছিলেন। সেই খিচুরির স্বাদ নরেন্দ্র মোদির পছন্দ হয়নি। সীমা শর্মা জানান, তিনি সাবুর দানার খিচুরি রান্না করেছিলেন। জানা যায়, মঙ্গলবার হিমাচল প্রদেশে গিয়েছে নরেন্দ্র মোদি জয়রাম ঠাকুরকে দীপক শর্মার কথা জিজ্ঞাসা করেন। জয়রাম ঠাকুর নিজেই জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানতে চান, এখনও দীপক শর্মা খালি পায়ে মন্দিরে যান কি না। সংবা সংস্থাকে তিনি বলেন, ১৯৯৭-১৯৯৮ সালে যখন রাজ্য বিজেপির দায়িত্বে ছিলাম, মোদি তাঁর খাবার দোকান ও বাড়িতে প্রায়ই যেতেন। 

তিনি জানান, সেই সময় নবরাত্রির সময় মোদি তাঁর স্ত্রীর কাছ থেকে সাবুর খিচুরি খেতে চান। তাঁর স্ত্রী রান্না করেন মোদির জন্য। সেই খিচুরির স্বাদ তাঁর ভালোলাগেনি। মোদি তাঁকে সাবুর খিচুরি তৈরির কৌশল শিখিয়েছিলেন। তারপর থেকে যখনই সাবুর খিচুরি রান্না করেন, সেই পদ্ধতিতে সাবুর খিচুরি তৈরি করেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =