অবসরের বয়স কমিয়ে শিক্ষকদের বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য!

কলকাতা: ২০২০-র ১লা এপ্রিল থেকে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা দপ্তরের আওতায় আনা হচ্ছে৷ এরফলে এই শিক্ষক-শিক্ষিকাদের তাদের জন্য নির্ধারিত বেতন দেওয়া হলেও তাঁরা পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন৷ কিন্তু সমস্যা তৈরি হয়েছে অবসরের বয়সসীমা নিয়ে৷ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যেসমস্ত এমএসকে ও এসএসকে শিক্ষকশিক্ষিকারা পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা

অবসরের বয়স কমিয়ে শিক্ষকদের বিশেষ সুবিধা দিচ্ছে রাজ্য!

কলকাতা: ২০২০-র ১লা এপ্রিল থেকে শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষা দপ্তরের আওতায় আনা হচ্ছে৷ এরফলে এই শিক্ষক-শিক্ষিকাদের তাদের জন্য নির্ধারিত বেতন দেওয়া হলেও তাঁরা পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন৷

কিন্তু সমস্যা তৈরি হয়েছে অবসরের বয়সসীমা নিয়ে৷ শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যেসমস্ত এমএসকে ও এসএসকে শিক্ষকশিক্ষিকারা পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা পাবেন তাদের অবসরের বয়স হবে ৬০ বছর আর যারা আগের নিয়মেই কাজ করবেন তাদের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী অবসরের বয়সসীমা ৬৫ বছরই থাকবে৷ যদিও এক্ষেত্রে অপশন থাকছে৷

শিক্ষা দফতর জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী পার্শ্ব শিক্ষকের সমান সুযোগ-সুবিধা কারা নেবেন এবং কারা নেবেন না, সে বিষয়ে শিক্ষকশিক্ষিকারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন৷ আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে৷ ১ এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে৷

এখন থেকে এমএসকে ও এসএসকে শিক্ষকদের প্রশাসনিক নিয়ন্ত্রণ শিক্ষা দফতরের অধীনে নিয়ে আসা হল৷ এতদিন এই শিক্ষকরা পঞ্চায়েত দফতরের অধীনে ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *