উত্তরাখণ্ড: চারধাম যাত্রা করতে গিয়ে ফের দুর্ঘটনার মুখে পড়ল পুণ্যার্থী বোঝাই একটি বাস। জানা যাচ্ছে যমুনোত্রী যাওয়ার পথে উত্তর কাশির কাছে খাদে পড়েছে ওই তীর্থযাত্রী বোঝাই বাসটি। এই দুর্ঘটনায় অন্ততপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এখনও উদ্ধারকাজ শেষ হয়নি। আর তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে প্রায় ৩০ জন তীর্থযাত্রীকে নিয়ে যমুনোত্রীর উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই বাসটি। রবিবার উত্তরকাশির কাছে একটি জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এই দুর্ঘটনার খবর প্রকাশে আসতেই ঘটনাস্থলে এসে পৌঁছান উদ্ধারকারী দল। কিন্তু এই দুর্ঘটনায় ওই বাসের অধিকাংশ যাত্রীদেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
এই দুর্ঘটনা প্রসঙ্গে উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার রবিবার জানিয়েছিলেন, বাসটি যে জায়গায় খাদে পড়ে যায় সেখান থেকে এখনও পর্যন্ত ১৫ টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে ৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। এই উদ্ধারকাজে পুলিশের সহায়তা করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর। রবিবার সন্ধায় পুলিস আধিকারিকের এই বিবৃতির পরেও রাতে আরও একাধিক মৃতদেহ উদ্ধার হয় ঘটনাস্থল থেকে।
অন্যদিকে এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে আসতেই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সঙ্গে এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় তথা PMO। এই দুর্ঘটনা প্রসঙ্গে রবিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরে তিনি মৃতদের সমাবেদনা জানিয়ে একটি টুইট করেছেন। শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।