শেষ এক দশক খুব তাড়াতাড়ি ভুলতে চাইছে বামফ্রন্ট! কিন্তু, কেন?

শেষ দশক যখন শুরু হয়েছিল, তখনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় বামেরা। কিন্তু, ২০১০ সেই বিদায় ঘন্টা শুনতে পেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যরা। ততদিনে বেশকিছু জেলাপরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে। সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে বাম সরকার কোনঠাসা হয়ে গিয়েছে। ২০১১ সালে অষ্টম বামফ্রন্ট সরকার হল না। রাইটার্স-এ বামদুর্গের পতন হল।

কলকাতা: শেষ দশক যখন শুরু হয়েছিল, তখনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় বামেরা। কিন্তু, ২০১০ সেই বিদায় ঘন্টা শুনতে পেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যরা। ততদিনে বেশকিছু জেলাপরিষদ তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছে। সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে বাম সরকার কোনঠাসা হয়ে গিয়েছে। ২০১১ সালে অষ্টম বামফ্রন্ট সরকার হল না। রাইটার্স-এ বামদুর্গের পতন হল।

এরপর যতই দিন গিয়েছে লাল রং ফিকে হয়েছে। ২০১৪ লোকসভা নির্বাচনে বোঝা যায় বামফ্রন্টের দীনতা। মাত্র দুটি আসন পায় সিপিএম। শতকরা হিসাবে ভোট নেমে আসে ২২.৯৬ শতাংশে। ডুবন্ত নৌককে সামলাতে ২০১৬ বিধানসভা নির্বাচনে কংগ্রেসের 'হাত' ধরে বামেরা। কংগ্রেস বা বামফ্রন্ট কারোরই বিশেষ লাভ হয়নি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসেন ফের মমতা।

 

২০১৯ এর লোকসভা নির্বাচনে দেখেছে বামফ্রন্ট ৭ শতাংশের একটু বেশি ভোট পেয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে প্রবল 'মোদী হওয়ায়' রাজ্যে বিজেপি রাজ্যে ১৭ শতাংশ ভোট পেয়েছিল। আসানসোল এবং দার্জিলিংয়ে দুই সাংসদও পেয়েছিল গেরুয়া শিবির। ২০১৯ সালে বিজেপি ৪০ শতাংশ ভোট পেয়ে ১৮ জন সাংসদও পেয়েছে।

কিন্তু, বিজেপির ২৩ শতাংশ ভোট বাড়লো কি করে, কারণ সেই কারণের মধ্যেই বামেদের প্রায় নিশ্চিহ্ন হওয়ার সমীকরণ লুকিয়ে রয়েছে। বিমান বসু-সূর্যকান্ত মিশ্ররা তা মেলাতে পারছেন না। ১৯৯৭ সালে জ্যোতি বসুর বিখ্যাত উক্তি, ‘ঐতিহাসিক ভুল’ এখনো সিপিএমকে তাড়া করে বেড়ায়। ২০১৯ সালের এই হারকেও ঐতিহাসিক  বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 3 =