কলকাতা: নাগরিকত্ব আইন থেকে শুরু করে জাতীয় নাগরিকপঞ্জি৷ সপ্তমে কেন্দ্র-রাজ্য সংঘাত৷ এবার সেই সংঘাতের আবহে নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে কলকাতা সফরে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে এবার এক মঞ্চে ফের দেখা যেতে পারে বাংলা মুখ্যমন্ত্রীকে৷ মোদি-মমতার এক মঞ্চে উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা৷
জানা গিয়েছে, কলকাতা বন্দরে ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে আগামী ১১ জানুয়ারি বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী৷ তাঁর এই সফরকালে রাজভবনে থাকার কথা মোদির৷ প্রধানমন্ত্রীর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদির সাক্ষাৎ ও এক মঞ্চে বসা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা৷
সূত্রের খবর, কলকাতা বন্দরে ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী মোদির সঙ্গে এক মঞ্চ ব্যবহার করবেন কি না, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও খবর না পাওয়া গেলেও শুরু হয়েছে নয়া জল্পনা৷ রাজনৈতিক সৌজন্যতা না কি রাজনীতিক সংঘাত দেখবে বাংলা? এই নিয়ে অঙ্ক কষতে শুরু করেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷
কেননা, সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদে পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে মোদির সঙ্গে এক মঞ্চে বসা ঘিরে তৈরি হয়েছে নানান জল্পনা৷