তৃণমূল নেতাদের দামি গাড়ি ব্যবহারে ‘নিষেধাজ্ঞা’ প্রশান্তের, সমর্থনে অভিষেক

তৃণমূল নেতাদের দামি গাড়ি ব্যবহারে ‘নিষেধাজ্ঞা’ প্রশান্তের, সমর্থনে অভিষেক

90c915b81058f0959d0d517ac84e4795

কলকাতা: নজরে পুরসভা নির্বাচন৷ আর তার আগেই দলীয় নেতা কাউন্সিলরদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর৷ তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন প্রশান্ত৷ জানিয়ে দেন, কোনভাবেই দামী অলঙ্কার কিংবা দামী গাড়ি নিয়ে জনসমক্ষে ঘোরা যাবে না৷ এই নিয়ে কর্মীদের সতর্কও করে দেন প্রশান্ত কিশোর৷ প্রশান্তের এই পরামর্শে সমর্থন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

আজ ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে বসেন ভোটগুরু৷ ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হামিক-সহ এলকারা বিধায়ক ও সাংসদরা৷ সূত্রের খবর, আজ বৈঠকে বক্তব্য রাখতে উঠে প্রশান্ত কিশোর সাফ জানিয়ে দেন, নিজের স্বার্থে দলের ক্ষতি করা কোনভাবেই যাবে না৷ অর্থাৎ নিজের স্বার্থ পূরণে দলের ক্ষতি হয়, তেমন কোনও পদক্ষেপ নেওয়া যাবে না৷

সূত্রের খবর, এদিন প্রশান্ত সাফ জানান, পুরসভা নির্বাচনে পঞ্চায়েতের মতো ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেদিকে সমস্ত কাউন্সিলরকে নজর রাখতে হবে৷ ভোট কখনই লুট করা যাবে না৷ মানুষের কাছে গিয়ে জনসংযোগ বাড়াতে হবে৷ মানুষের মন জয় করে ভোটে জেতার বার্তাও দেন প্রশান্ত৷

গায়ের জোর দেখিয়ে ভোট ভোটে জেতা যাবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি৷ প্রায় তিন ঘণ্টার বৈঠকে বেশ কিছু বার্তা দেন প্রশান্ত৷ সূত্রের খবর, কাউন্সিলরদের বুঝিয়ে বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতেই জনগণের কাছে গিয়ে জনসংযোগ বাড়াতে হবে৷ মানুষের মন জয় করতে হবে৷ একই সঙ্গে তিনি কাউন্সিলরদের সতর্ক করে জানান, ইমেজ নিয়ে সতর্ক থাকতে হবে৷ কাউন্সিলরদের স্বভাব, আচার-আচরণের ওপর জোর দেন তিনি৷

দলের ইমেজ বজায় রাখার সঙ্গে ব্যক্তি ইমেজ বজায় রাখার পরামর্শ দেন তিনি৷ জানিয়ে দেন, কোনও অবস্থায় দামি গাড়ি ঘোরা যাবে না৷ দামি গাড়ি চরে জনগণের সামনে ঘোরাফেরা করা যাবে না৷ ভারী অলঙ্কার পরে কিংবা দামী গাড়ি নিয়ে জনসমক্ষে গেলে জনতার মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বলেও জানান প্রশান্তি৷ ফলে, এগুলি বর্জন করা উচিত বলেও জানান তিনি৷ সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য বলতে গিয়ে প্রশান্তের বক্তব্যকে সমর্থন জানান৷ তিনিও জানেন, স্থানীয়ভাবে ভোটের করিয়ে নেব বলে যারা ভাবছেন, তা ভুল করছেন৷ ফলে, নেতাদের জনসংযোগে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *