কলকাতা: এই মুহূর্তে ভারতের সেরা 'পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট' বা আই প্যাক-এর প্রতিষ্ঠাতা, পিকে ওরফে প্রশান্ত কিশোরের জনপ্রিয়তা দেশের তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও ছাপিয়ে যায়৷ তার এই জনপ্রিয়তা এবার ভারতের গন্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের তালিকায়৷ গোটা বিশ্ব থেকে ফোর্বসের বাছাই করা ২০২০-র সেরা ব্যাক্তিত্বদের প্রথম ২০ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতীয় রাজনীতির 'মেঘনাদ'৷
তাঁর পরামর্শে সাফল্য অনিবার্য, এই ধারণা এদেশের প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রীরদের৷ গুজরাটের নরেন্দ্র মোদি থেকে বিহার, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ হয়ে এবার পশ্চিমবঙ্গেও পিকে ম্যাজিক৷ তবে বিহার থেকেই পিকে-র পর আরও একটি বহুচর্চিত নাম এই তালিকায় রয়েছে৷ তিনি হলেন জনপ্রিয় ছাত্রনেতা কানহাইয়া কুমার৷
প্রশান্ত কিশোর বিহারের রোহতাস জেলার সাসারামের নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা আর কানহাইয়া কুমার ওই একই রাজ্যের বেগুসরাই জেলার একটি গ্রামে জন্মেছেন ও বেড়ে উঠেছেন৷ প্রশান্ত ও কানহাইয়া ছাড়াও তালিকায় থাকা অন্যান্য বিশিষ্ট ভারতীয়রা হলেন দুশ্যন্ত চৌতলা (উপ-মুখ্যমন্ত্রী, হরিয়ানা), মহুয়া মৈত্র (লোকসভার সদস্য, তৃণমূল কংগ্রেস), গোদরেজ পরিবার (আদি গোদরেজ) এবং গরিমা অরোরা (শেফ, দ্য মাইকেলিন স্টার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা)৷