গেমে আসক্তির জের, মায়ের অ্যাকাউন্ট থেকে ৩৬ লক্ষ টাকা চুরি করল ছেলে

গেমে আসক্তির জের, মায়ের অ্যাকাউন্ট থেকে ৩৬ লক্ষ টাকা চুরি করল ছেলে

হায়দরাবাদ:  পুলিশ পুত্রের কীর্তিতে হতবাক দেশবাসী। মায়ের অ্যাকাউন্ট থেকে চুরি করল প্রায় ৩৬ লক্ষ টাকা। জেরায় একাদশ শ্রেণির ছাত্র জানিয়েছে, অনলাইন থেকে গেম ডাউনলোড করতে গিয়েই মায়ের অ্যাকাউন্ট থেকে ৩৬ লক্ষ টাকা চুরি করেছে। 

যাঁদের কাজ চোর ধরা, প্রতরণা ঠেকানো, তাঁদের ছেলেই অভিভাবকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করছে।  হায়দরাবাদে আম্বারপেট এলাকায় এই অদ্ভুত ঘটনা ঘটেছে। এই খবর প্রকাশ্যে আসতেই চোখ চড়কগাছ শহরবাসীর। মায়ের দুটো অ্যাকাউন্ট থেকে ১৬ লক্ষ টাকা চুরির অভিযোগ উঠল খোদ ছেলের বিরুদ্ধে। মৃত পুলিশ কর্মীর ছেলের বয়স ১৬ বছর। পুলিশ সূত্রের খবর, মোবাইলে গেম ডাউনলোড করতে গিয়ে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত কিশোরের দাদুর ফোন থেকে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।                     

পুলিশ জানিয়েছে, আগেও কিশোর দুবার মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে। প্রথমবার ১৫০০ টাকা ও দ্বিতীয়বার ১০ হাজার টাকা সরানোর অভিযোগ রয়েছে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে। পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তরফে জানানো হয়েছে, প্রবস আসক্তির জেরে এই ঘটনা ঘটিয়েছে কিশোর। তবে তাঁরা মনে করছে, দুই লক্ষ টাকাও ওই কিশোর সরিয়েছে। একথা কিশোর স্বীকার করেছে। 
কয়েকদিন আগে মৃত পুলিশ কর্মীর স্ত্রী ব্যাঙ্কে যান। তখনই অ্যাকাউন্ট থেকে ব্যপক পরিমাণ অর্থ গায়েব দেখতে পান।  প্রথমে তিনি এসবিআই ব্যাঙ্কের শাখায় যান। সেখানে তাঁক ২৭ লক্ষ টাকা সঞ্চিত ছিল। কিন্তু তাঁর অজ্ঞাতে সেই টাকা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এরপরেই তিনি এইচডিএফসি ব্যাঙ্ক যান। সেখানে তাঁর নয় লক্ষ সঞ্চিত ছিল। সেখানেও কোনও অর্থ নেই। পুলিশে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই প্রকাশ্যে আসে ছেলে এই কাজ করেছে। 

ছেলের এই কীর্তির খবর জানতে পেরে মুষড়ে পড়েছেন মা। তিনি বুঝতে পারছেন না, কীভাবে সংসার চালাবেন। পুলিশে কর্মরত স্বামী মারা যাওয়ার পর ওই অর্থ ক্ষতিপূরণ হিসেবে পেয়েছিলেন। তিনি সাইবার ক্রাইম বিভাগে গেম সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। হায়দরাবাদের সাইবার ক্রাইম বিভাগ সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানা গিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − one =