নয়াদিল্লি: নাগরিক আইনের প্রতিবাদে গোটা দেশজুড়ে চলছে বিক্ষোভ৷ বিক্ষোভের আগুন ছড়িয়েছে বাংলায়৷ প্রতিবাদের নামে তাণ্ডব দেখেছে গোটা বাংলা৷ এই নিয়ে কম রাজনীতির কাদা ছোড়াছুড়ি হয়নি৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারিভাবে বিজ্ঞাপন দিয়ে সাফ জানিয়ে দিয়েছিলেন, বাংলায় কোনভাবে নাগরিক আইন কার্যকর করতে দেবেন না তিনি৷ যদিও সেই বিজ্ঞাপন প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট৷ নাগরিক আইন নিয়ে বিরোধীরাও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে৷ নাগরিক আইনের প্রতিবাদে দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে একাধিক মামলা৷ কিন্তু এত কিছুর পরও আদ্য কি নাগরিক আইন কার্যকর না হওয়া থেকে বিরত থাকতে পারে কোন রাজ্য সরকার? প্রশ্ন ঘটছে নানা মহলে৷ এবার সেই প্রশ্নেরই জবাব দিলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কপিল সিব্বল৷
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে নাগরিক আইন কার্যকর করার প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন তিনি৷ তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷ সংসদের উভয় কক্ষে নাগরিক আইন পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনের পর তা আইনে পরিণত হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন জারি করে গত ১০ জানুয়ারি থেকে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ কার্যকর করার ঘোষণা করা হয়েছে৷ কিন্তু, এরপরও কি অই আইন কার্যকর না করা কি সম্ভব?
#WATCH Senior Congress leader Kapil Sibal in Kozhikode, Kerala: Constitutionally, it will be difficult for any state government to say that ‘I will not follow a law passed by Parliament’. #CitizenshipAmendmentAct pic.twitter.com/tNeSt5h0e5
— ANI (@ANI) January 18, 2020