নয়াদিল্লি: বিজেপি নেত্রী নুপুর শর্মার হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। এবার ভারতের রাজধানী দিল্লিসহ চার রাজ্যে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে বদলা নেওয়ার হুমকি দিল জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা। জানা যাচ্ছে সম্প্রতি একটি চিঠির মাধ্যমে এই হামলার কথা সরাসরি জানিয়েছে এই জঙ্গী সংগঠন। ওই চিঠিতে এই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে রাজধানী দিল্লির পাশাপাশি আত্মঘাতী হামলা হতে পারে গুজরাট, উত্তরপ্রদেশ এবং বাণিজ্য নগরী মুম্বইয়ে। ওই চিঠিতে তারা জানিয়েছে, ‘যারা আমাদের নবীকে ( হজরত মোহাম্মদ) অপমান করেছে তাদের আমরা শেষ করে দেব।’ উল্লেখ্য গত রবিবার নুপুর শর্মার মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে ইতিমধ্যেই পশ্চিমী দেশগুলির কাছে বেশ চাপে পড়েছে ভারত। যদিও ভারত সরকারের তরফ থেকে নুপুর শর্মার এই মন্তব্যকে সমর্থন না করার কথা জানানো হয়েছে, কিন্তু তাতেও বিপদ খুব একটা টলেনি। মঙ্গলবারই জানা গিয়েছিল নুপুর শর্মা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে পশ্চিমী দেশগুলির একাধিক জায়গায় ভারতীয় পণ্য বিক্রি বন্ধ হচ্ছে। এর জেরে কিছুটা অস্বস্তিতে পড়েছে বিজেপি সরকার। এর মধ্যেই এবার হুমকি চিঠি দিল আল-কায়েদা।
আল কায়দার ওই হুমকি চিঠিতে আরও লেখা হয়েছে, ‘নবীকে’ অপমান করার শাস্তি হিসেবে অভিযুক্তদের উড়িয়ে দেবে এই জঙ্গী সংগঠন। তাদের কথায়, ‘যারা আমাদের নবীকে অপমান করেছে তাদের উড়িয়ে দিতে আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বই, গুজরাট এবং উত্তরপ্রদেশের হিন্দু সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুন।’ তারা আরও বলেছে, ‘হিন্দু ধর্মের ধ্বজাধারীরা সম্প্রতি আমাদের ধর্মকে কোণঠাসা করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। এর ফলে দেশের প্রতিটি কোনায় থাকা মুসলিমরা রক্তাক্ত হয়েছেন। আর তাই এখন তারা প্রতিহিংসার আগুনে জ্বলছে।’
অন্যদিকে মঙ্গলবার আল-কায়েদার তরফ থেকে এই হুমকি চিঠি পাওয়ার পর থেকেই হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা দেশে। রাজধানী দিল্লিসহ মুম্বই, গুজরাট এবং উত্তরপ্রদেশের উপর বিশেষ নজর রাখছে প্রতিরক্ষা মন্ত্রক। বহিঃশত্রুর আক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই হাই লেভেল বৈঠক হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যত কোমর বেঁধে মাঠে নেমেছে সরকার।