দলের দায়িত্ব ছেড়ে ‘মিশন বাংলা’য় ঝাঁপাবেন শাহ? নাড্ডাকে চরম লক্ষ্যমাত্রা

দলের দায়িত্ব ছেড়ে ‘মিশন বাংলা’য় ঝাঁপাবেন শাহ? নাড্ডাকে চরম লক্ষ্যমাত্রা

নয়াদিল্লি: বিপুল জনসমর্থন নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতা দখল করেছে মোদি-শাহের বিজেপি সরকার৷ দেশজুড়ে চলতে থাকা তর্ক-বিতর্কের জল ঢেলে ভোট বাক্সে জনতার বিপুল আশীর্বাদ ছিনিয়ে এনেছে গেরুয়া শিবির৷ বিজেপি সরকারের দ্বিতীয় স্বপ্নপরণের পিছনে সবথেকে বেশি ভূমিকা ছিল অমিত শাহের, তা এক বাক্যে মেনে নেন দলের নেতা-কর্মীরা৷ দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব নিজের কাঁধে চাপিয়ে দলের গুরু দায়িত্ব ছেড়েছেন শাহ৷ কিন্তু, দলের দায়িত্ব নতুনের হাতে তুলে দেওয়ার পিছনে কী কৌশল রয়েছে অমিত শাহের? দায়িত্ব হালকা হয়ে এবার কি বাংলার উপর ঝাঁপাবেন বিজেপির চাণক্য? নতুন সভাপতির কাছে দায়িত্ব দিয়ে তারই ইঙ্গিত দিয়ে রাখলেন সদ্য প্রাক্তন সভাপতি৷

সোমবার বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দল এখন দেশের ক্ষমতায় রয়েছে৷ বহু রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকলেও একাধিক রাজ্যে আমরা ক্ষমতায় নেই৷ বহু জায়গায় আমাদের সংগঠন দুর্বল৷ আশা করি, নতুন সভাপতির নেতৃত্বে সেখানে শক্তি বৃদ্ধি করবে বিজেপি৷ অমিত শাহের এই মন্তব্যের পিছনে বিজেপির ‘মিশন বাংলা’র কৌশল দেখছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কেননা বাংলাকে পাখির চোখ করে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করতে শুরু করেছেন অমিত শাহ৷

বিজেপির মিশন বাংলাকে পাখির চোখ করে এগোচ্ছেন অমিত শাহ৷ বহিরাগত তকমা ঘুচিয়ে বঙালির মোন পেতে এবার বাংলা ভাষা রপ্ত করছেন অমিত শাহ৷ নিয়োগ করেছেন বাংলা ভাষার শিক্ষক৷
কিন্তু, কেন এই সিদ্ধান্ত? এর পিছনে বেশ কিছু কারণ দেখছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তাঁদের ধারণা, এমনিতেই অমিত শাহ, মোদিদের বাংলার রাজনীতিতে বহিরাগত তকমা দেওয়া হয়৷ এমনকি, বিজেপি মানেই মূলত হিন্দিভাষীদের দল বলেও কটাক্ষ করে থাকেন বিরোধীরা৷ এবার সেই তকমা ঝেড়ে বাংলার সংস্কৃতি নিজের গায়ে মাখিয়ে আগামী বিধানসভা নির্বাচনের যুদ্ধে নামার প্রস্তুতি শুরু করে দিলেন অমিত শাহ৷

বাংলা ও বাঙালির আবেগ মাখতে ও শাসক তৃণমূলকে প্যাঁচে ফেলতে প্রস্তুত হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ আর সেই লক্ষ্যে রীতিমতো বাংলা ভাষায় শিক্ষক রেখে ভাষা রপ্ত করছেন অমিত শাহ৷
রাজনীতিতে ‘চাণক্য’ বলে পরিচিত অমিত শাহের এহেন কৌশল ঘিরে শুরু হয়েছে নয়া জল্পনা৷ লোকসভা নির্বাচনের মতো রাজ্যের বিধানসভায় সাফল্য ধরে রাখতে অমিত শাহের বাংলা শেখার চেষ্টা আদৌ কাজে দেবে কি না, তার জবাব দেবে সময়৷

কেননা, নাগরিক আইন থেকে নাগরিকপঞ্জির আতঙ্কে জেরবার বাংলা৷ বাংলা থেকেই উঠেছে সব থেকে বেশি বিরোধিতা৷ ফলে, এই বিতর্ক কীভাবে কাটিয়ে উঠবে বঙ্গ বিজেপি? তা নিয়েই এখন নতুন কৌশল নিচ্ছেন অমিত শাহ৷ বিজেপি নেতৃত্বের দাবি, বাংলা ভাষা রপ্ত করে বাংলার জনতার সঙ্গে কথা বলবেন অমিত শাহ৷ আর সেই টার্গেটে এগোচ্ছে বিজেপি৷ যদিও, বিজেরির কৌশলে পাত্তা দিতে নারাজ তৃণমূল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 20 =