দার্জিলিং: পাহাড়ে দাঁড়িয়ে ফের নাগরিক আইনের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ আজ দার্জিলিঙে জনসভা মঞ্চ থেকে কেন্দ্রকে চিচিৎবাজি বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, কাউকে তাড়ানোর আগে আমাকে তাড়াতে হবে৷ কারণ আমরা কাউকে তাড়াতাড়ি দেব না৷
আজ সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকে কাঠগড়ায় তুলে খোঁচা দেন মমতা৷ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাধারণজ্ঞানের অভাব আছে৷ আমরা মিথ্যে কথা বললে, সত্যিটা কী আমাদের বলুন৷ আমরা ধর্মের নামে দেশ খালি করতে দেব না৷ মহিলাদের কেনও আপনারা সম্মান করেন না? ছাত্র-শিক্ষক আন্দোলন করলেই কেন ওদের ওপর লাঠি দিয়ে মারা হচ্ছে? কিছু বললেই জরুরি অবস্থার ভয় দেখানো হচ্ছে৷ বাংলায় কোনোভাবেই এনআরসি করা হবে না৷ নাগরিক আইন করা হবে না৷
বিরোধীদের উদ্দেশ্যে মমতার ঘোষণা, বিরোধীদের বলছি, এনপিআরের বিরুদ্ধে একজোট হতে হবে আমাদের৷ কেন্দ্র এখন অনলাইনের কথা বলছে৷ অনলাইনে কি ভাত রান্না হবে? এই সব আমরা মানবো না৷ মোবাইলে নাকি নাগরিকত্ব দেয়া হবে৷ এর থেকে বড় চিটিংবাজি আর কিছু হতে পারে না৷
মমতার সাফ জবাব, বাংলায় ক্ষতি হবে এমন কিছু আমরা করতে দেব না৷ এনআরসি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷ আমাদের অধিকার কখনও ছিনিয়ে নিতে দেব না৷ আমরা কখনই ধর্মের নামে দেশভাগ হতে দেব না৷ একজনকেও দেশ থেকে তাড়াতে দেব না৷ কেউকে তাড়াতে হলে আগে আমাকে তাড়াতে হবে৷
এনপিআর ইস্যুতে মমতার মন্তব্য, কেউ বাড়িতে গেলে কোন তথ্য দেবেন না৷ বাংলায় কোন ডিটেনশন ক্যাম্প আমরা করতে দেব না৷ কাউকে তাড়ানোর আগে আমাকে তাড়াতে হবে৷ আজ এখান থেকে আমি বলে গেলাম৷