তৃণমূলের টিকিটে রাজ্যসভায় প্রশান্ত কিশোর? চর্চা ভবনে

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় প্রশান্ত কিশোর? চর্চা ভবনে

কলকাতা: জনতা দল ইউনাইটেড থেকে বহিষ্কার করা হয়েছে ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরকে৷ নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি কিংবা এনপিআর, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক নীতির বিরোধিতা করে এসেছেন প্রশান্ত কিশোর৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড কেন্দ্রের এনডিএ সরকারের শরিক৷ নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষেই সংসদে ভোট দেন জনতা দল ইউনাইটেডের সাংসদরা৷ আর নিজের দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন প্রশান্ত কিশোর। যা নিযে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে যায়। জাতীয রাজনীতিতে এ নিযে চরম বিধ্বস্ত হতে হয় নীতীশ কুমারের পার্টিকে৷ দলের সহ-সভাপতি হযে প্রশান্ত কিশোর যেভাবে দলের বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে সরব ছিলেন তা নিযে নীতীশ কুমারকে সমালোচনার মুখে পড়তে হয়৷ শেষ পর্যন্ত তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয জনতা দল ইউনাইটেড৷ আর এর পরেই এক নতুন জল্পনা রাজনৈতিক মহলে৷

তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলের দাযিত্ব এখন প্রশান্ত কিশোরের কাঁধে৷ রাজনৈতিক তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন৷ তিনি তৃণমূলের রাজনৈতিক স্ট্রাটেজিস্টের দাযিত্ব নেওয়ার পর উপনির্বাচনে সফল হয়ে তৃণমূল৷ রাজ্যে তিনটি বিধানসভার উপনির্বাচনেই তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেন৷ চলতি বছরে রাজ্যে পাঁচটি রাজ্যসভার আসনের নির্বাচন৷ এই পাঁচটি আসনের মধ্যে চারটি তৃণমূল ও একটি সিপিএমের দখলে রয়েছে৷ বিধানসভায বিধায়কদের সংখ্যাতত্ত্বের হিসেবে এবারও চারটি আসন নিশ্চিত তৃণমূলের৷ তবে সিপিএমের একার পক্ষে রাজ্যসভায় একজন প্রার্থীকে জেতানোর সম্ভব নয়৷ কংগ্রেসের সমর্থন পেলে তবেই সিপিএম তাদের একজন প্রার্থীকে জেতাতে পারবে৷ তৃণমূলের যে চারজন সংসদের মেয়াদ শেষ হতে চলেছে তাঁরা হলেন, মণীশ গুপ্ত, কেডি সিং, আহমেদ হাসান ইমরান এবং যোগেন চৌধুরী৷ সিপিএমের বহিস্কৃত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়েও মেয়াদ শেষ হচ্ছে৷

তৃণমূলের মণীশ গুপ্ত আবারও প্রার্থী হতে চলেছেন বলেই তৃণমূল সূত্রের খবর৷ তবে এবার আর টিকিট পাচ্ছেন না আহমেদ হাসান ইমরান এবং কেডি সিং৷ যোগেন চৌধুরী আর সাংসদ হতে রাজি নন তা চিঠি লিখে দলকে আগেই জানিয়ে দিয়েছেন৷ নতুন তিন জন প্রার্থী বাছাই করতে চলেছে তৃণমূল৷ রাজনৈতিক মহলে জোর চর্চা, জনতা দল ইউনাইটেড প্রশান্ত কিশোরকে বহিষ্কার করার পর তৃণমূলের রাজ্যসভার প্রার্থী হতে পারেন তিনি৷ যদি তা হয় তা মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় রাজনৈতিক চাল হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তৃণমূলের অন্দরমহলের খবর, বাকি দুটি আসনের জন্য রাজ্যের দু’জন বর্ষিয়াণ মন্ত্রীর কথা মাথায় রয়েছে তৃণমূল সুপ্রিমো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + six =