ফিরছে দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের ভয়াবহ স্মৃতি, দেশে একদিনে করোনা আক্রান্ত ৭২০০

ফিরছে দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের ভয়াবহ স্মৃতি, দেশে একদিনে করোনা আক্রান্ত ৭২০০

নয়াদিল্লি: ২০২১ সালের করোনার দ্বিতীয় ঢেউ কিংবা চলতি বছর অর্থাৎ ২০২২- এর শুরুতেই করোনার তৃতীয় ঢেউয়ের যে বাড়বাড়ন্ত দেখা দিয়েছিল গোটা দেশজুড়ে এ যেন তারই পুনরাবৃত্তি। যেখানে গত সপ্তাহের প্রথম দিকে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই কিংবা তিন হাজারের আশেপাশে ঘোরাফেরা করেছে সেখানে আজ অর্থাৎ বৃহস্পতিবার দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৭২০০তে। গতকাল বুধবারও দেশে একদিনেই প্রায় ৪১ শতাংশ বেড়েছিল করোনার দৈনিক সংক্রমণ। তারই পুনরাবৃত্তি হল বৃহস্পতিবার। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে একদিনে করোনার দৈনিক সংক্রমণ ৪০ শতাংশ বেড়ে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা এদিন বেড়ে হয়েছে ৭২৪০।

কেন্দ্রের হিসেব বলছে এই মুহূর্তে দেশের সংক্রমনের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। প্রায় প্রত্যেক দিনই মহারাষ্ট্রে এক ধাক্কায় করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা অন্ততপক্ষে হাজার করে বাড়ছে। বৃহস্পতিবার সকালের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র মহারাষ্ট্রেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭০১ জন। এরপরেই রয়েছে কেরলের অবস্থান। দক্ষিণের এই রাজ্যেও দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডি পার করেছে বৃহস্পতিবার। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে কেরলে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা ২২৭১। অন্যদিকে জানা যাচ্ছে গত একদিনে দেশে করোনার বলি হয়েছেন ৮ জন। মৃত ৮ জনের মধ্যে ৬ জন গ্রামের বাসিন্দা। একজন দিল্লির বাসিন্দা এবং একজন ছত্রিশগড়ের বাসিন্দা বলে জানা যাচ্ছে।

অন্যদিকে এদিন করোনামুক্ত হয় সুস্থ হয়ে উঠেছেন ৩৫৯১ জন। আগের দিনের থেকে দৈনিক সুস্থতার হার কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। তবে করোনার আক্রান্তের দৈনিক সংখ্যা যেভাবে মাত্রাছাড়া হারে বাড়তে শুরু করেছে তার জেরেই লাগামছাড়া হারে বেড়েছে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। কেন্দ্রের হিসাব অনুযায়ী এই মুহূর্তে দেশের করোনার অ্যাক্টিভ কেস দাঁড়িয়ে রয়েছে ৩২,৪৯৮ তে, জাগত একদিনে ৩৬৪১ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =