‘কারেন্ট লাগা কেয়া?’ অমিত শাহকে আম আদমির জয়ের খোঁচা!

‘কারেন্ট লাগা কেয়া?’ অমিত শাহকে আম আদমির জয়ের খোঁচা!

 

নয়াদিল্লি: রাজধানীর নির্বাচনী প্রচারে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, এত জোরে ইভিএমের বোতাম চাপুন, তার কারেন্ট যান শাহিনবাগ পর্যন্ত পৌঁছে যায়৷ অমিত শাহের এই মন্তব্য ঘিরে কম বিতর্ক হয়নি৷ এবার সেই অমিত শাহাকে পাল্টা কটাক্ষ আম আদমি পার্টির৷

আজ দিল্লি বিধানসভার নির্বাচনে ঝাড়ু ঝড়ে উড়ে গিয়েছে গেরুয়া শিবির৷ ৭০ আসন বিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৫৮টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি৷ বিজেপি ১২টি আসনে এগিয়ে৷ কংগ্রেস ও অন্যান্য দলের ঝুলিতে কোনও আসন এখনও যায়নি৷ ফলাফল বলছে, দিল্লি দখল থাকছে  অরবিন্দ কেজরিওয়ালের দখলে৷ জয়ের হ্যাটট্রিকের পথে আম আদমি পার্টি৷

বেলা গড়াতে ভোটের ফলাফল পরিষ্কার হতেই রাজধানীর বুকে শুরু হয়েছে আম আদমি পার্টির সমর্থকদের উল্লাস৷ চলছে লাড্ডু, মিষ্টি বিতরণ৷ চলছে বিজয় উল্লাস৷ কিন্তু সেই উল্লাসের মাঝে এবার সেই অমিত শাহাকে পাল্টা খোঁচা আম আদমি পার্টির৷ আম আদমি পার্টির সদর দপ্তরের সামনে কর্মীসমর্থকরা একটি পোস্টার টানিয়েছেন৷ সেখানে অমিত শাহের ছবির ওপর লেখা আছে, ‘কারেন্ট লাগা কেয়া?’ জয়ের পর আম আদমি পার্টির পাল্টা ‘কারেন্ট’ খোঁচা ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক৷ অন্যদিকে, দিল্লিতে বিজেপির অফিসের বাইরে বিশাল হোর্ডিং দিয়ে লেখা হয়েছে, ‘জয়ে আমরা অহংকারী হই না৷ পরাজয়েও নিরাশ হই না৷’ অনেকেই বলছেন, এই হোর্ডিং দিয়ে বিজেপি আদতে হার স্বীকার করে নিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =